সাম্প্রতিক সংবাদ

মাইন্ডশেয়ার পেলো সর্বোচ্চ সংখ্যক ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

ক.বি.ডেস্ক: আবারও ডিজিটাল স্পেসে নিজেদের দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস’ এর ৮ম আসরে মোট ১০টি পুরস্কার- ৩টি সিলভার ও ৭টি ব্রোঞ্জ পদকের মাধ্যমে, ডিজিটাল গল্পকথনে মাইন্ডশেয়ার পেয়েছে অনন্য স্বীকৃতি। এই অসাধারণ অর্জন এক বছরের নিরলস পরিশ্রম, সৃজনশীলতা ও কৌশলগত উৎকর্ষতার উজ্জ্বল প্রমাণ।

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস, যা বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ও কমিউনিকেশনের সর্বোচ্চ স্বীকৃতির প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করেছে।

গত ২২ ফেব্রুয়ারি ঢাকার একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়।২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড বাংলাদেশে সেরা ও সর্বাধিক প্রভাবশালী ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। এই বছর মাইন্ডশেয়ার-এর অসাধারণ সাফল্য ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে উদ্ভাবন ও উৎকর্ষতা অর্জনের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *