ভূমি বিষয়ে ডিজিটাল হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে- এটি বলা যাবে না: ভূমি ও খাদ্য উপদেষ্টা

ক.বি.ডেস্ক: শতকরা ৯০ ভাগ বিরোধের উৎস ভূমি। অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু হলে জনভোগান্তি কমে যাবে। ভূমি বিষয়ে ডিজিটাল হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে- এটি বলা যাবে না। মেশিনের পেছনে যে মানুষটা কাজ করে, তিনি যদি ভুল করেন তাহলে জটিলতা কমবে কীভাবে। তাই সব নাগরিককে সচেতন ও নজরদারি রাখতে হবে। যারা ভাল কাজ করবে তাদের সমর্থন দেবেন, আর যারা করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।
আজ বুধবার (১৩ আগস্ট) ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। উপস্থিত ছিলেন ফেনি জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, নোয়াখালী অঞ্চলের ভূমি বিষয়ক সার্চ অফিসার সারওয়ার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার। আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি আমাদের সহায়তায় এগিয়ে এসেছে, এটি ভালো কাজে লাগাতে হবে। ফেনী একটি গৌরব জনক জনপদ, তাই এই সিস্টেম চালু করতে ফেনীকে পাইলটিং প্রজেক্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিস্টেম চালু হলে ফেনী আরও আলোকিত হবে।”