ভিসা মাল্টিকারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড সেবায় ব্র্যাক ব্যাংক
ক.বি.ডেস্ক: দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অনুমোদিত লোকাল ও ফরেন কারেন্সিতে বি-টু-বি লেনদেনের সুবিধা দিতে ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগ দেশের এসএমইদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে। এই কার্ড রেগুলেটরি গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদেশিক মুদ্রা লেনদেন সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ডগুলো উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম হাসান সাত্তার, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।
ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্বাচিত এসএমই গ্রাহকরা নির্ধারিত এসএমই বিজনেস কোটার আওতায় বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন। এই সুবিধার আওতায় বছরে সর্বোচ্চ ৩,০০০ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে। কার্ডগুলো দেশে ও বিদেশে পিওএস, এটিএম এবং ই-কমার্স লেনদেনে ব্যবহার করা যাবে।
এর ফলে এসএমইদের কার্যক্রমের পরিধি বাড়বে, আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থাপনা ঝামেলাহীন হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে তাঁদের সক্রিয় অংশগ্রহণ আরও ত্বরান্বিত হবে। এই উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সলিউশনের মাধ্যমে এসএমই খাতকে সহায়তার ব্যাপারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের এসএমই খাতের টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক মার্কেটে এসএমইদের প্রবেশ নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।





