ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

ক.বি.ডেস্ক: জাইস এর ক্যামেরা ও আকর্ষণীয় ডিজাইনের ভিভো ভি সিরিজের পোর্ট্রেইট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে শুরু হলো প্রি-অর্ডার। নতুন এ স্মার্টফোনটি কিনলেই পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার। সঙ্গে আছে মোবাইল ইন্স্যুরেন্সের সুবিধাও। নতুন ফোনের প্রি-অর্ডার অফারে ভিভো দিচ্ছে রিরো ডব্লিউ১ প্রো ও পোস্ট কার্ড। এ ছাড়াও মোবাইল ইন্স্যুরেন্সের সুবিধাটি পাওয়া যাবে সম্পূর্ণ এক বছরের জন্য। ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথরাইজড শপে ৬২,৯৯৯ টাকায় প্রি-অর্ডার করা যাবে ফোনটি।
ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনটিতে রয়েছে জাইসের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে ও পেছনের সবগুলো ক্যামেরাতেই রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এ ফোনের জাইস মাল্টিফোকাল পোর্ট্রেইট ফিচার, যা ২৩ মিমি, ৩৫ মিমি, অথবা ৫০ মিমি ফোকাল লেন্থে পোর্ট্রেইট শট নেয়ার সুযোগ দেয়। রয়েছে এআই অরা লাইট পোর্ট্রেইট, ফোর কে ভিডিও রেকর্ডিং, এআই ইরেজ ২.০, ফিল্ম ক্যামেরা মোড ও লাইভ ফটো ফিচার।
স্ট্যারি ব্লু এবং স্যাটিন ব্ল্যাক, এই দুই প্রিমিয়াম রঙে এসেছে স্মার্টফোনটি। স্ট্যারি ব্লু সংস্করণে প্রথমবারের মতো হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। ফলে খালি চোখেই থ্রিডি ইফেক্ট তৈরি করে। আর স্যাটিন ব্ল্যাক রঙটি যেন আভিজাত্যের প্রতিচ্ছবি। রয়েছে ৬০০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। আর ১০ মিনিট চার্জ দিলেই কথা বলা যায় ৬ ঘণ্টা পর্যন্ত।