ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের প্রি-অর্ডার চলছে

ক.বি.ডেস্ক: আইপি৬৯ সহ আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা এবং ফ্ল্যাটফ্রেম-ইউনিবডি ডিজাইনের ভিভো ওয়াই৪০০ এর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। ৫ আগস্ট পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথোরাইজড শপ থেকে প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা। নির্ধারিত সময়ের মধ্যে প্রি-অর্ডার করলেই থাকছে ২০,০০০ টাকার এক্সক্লুসিভ গিফট।
প্রি-অর্ডার করলে থাকছে মানা বে’র একটি টিকিট কুপন। ৩০ অক্টোবরের মধ্যে কুপনটি ব্যবহার করে একটি টিকিট কিনলেই পাওয়া যাবে আরেকটি টিকেট সঙ্গে এন্ট্রি ও রাইডস ফ্রি। আরও থাকছে ৬ মাসের ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স। ই-ওয়ারেন্টি অ্যাকটিভ করলেই ফোন কেনার ৬ মাসের মধ্যে পানিজনিত কোনও সমস্যায় একবার এই সুবিধা পাওয়া যাবে। আরও থাকছে লাইফটাইম অফার- যেকোনও সময় ওয়াই৪০০ কিনলেই পাওয়া যাবে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক ও ১৮ জিবি বাংলালিংক ডেটা। ৯,০০০ টাকা ডাউনপেমেন্টে মোমো কিস্তিতে কিনতে পাওয়া যাবে ওয়াই৪০০।
ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ দুটি রেটিং, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকে সেন্সর এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৬.৬৭ ইঞ্চি বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেস। ফোনের প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন৬৮৫ এবং ৬০০০ এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফ্ল্যাশ্চার্জ সুবিধা। মাত্র ৭.৯ মিলিমিটার পুরু ও ১৯৬ গ্রামের ভিভো ওয়াই৪০০ দেখতে যেমন স্লিক, ব্যবহারেও তেমনি আরামদায়ক।
পাওয়া যাচ্ছে অনন্য দুটি রং ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট। দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে নতুন ভিভো ওয়াই৪০০। ৮ জিবি র্যাম এবং অতিরিক্ত ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম অপশনের সঙ্গে ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টটির মূল্য ২৭,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্টটির মূল্য ২৯,৯৯৯ টাকা।