উদ্যোগ

ভিএলএসআইথন ২.০ বিজয়ীরা পেল তিন লাখ টাকার পুরস্কার

ক.বি.ডেস্ক: দেশের সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান উল্কাসেমি’র আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ২.০’ এর চূড়ান্ত পর্ব। আরটিএল ডিজাইন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে রুয়েটের টিম ‘রুয়েট ডিজিটাল ডায়নামস’। প্রথম রানার আপ হয়েছে বুয়েটের টিম ‘আসকি’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে রুয়েটের টিম ‘রুয়েট থ্রিইডিয়টস’।

অ্যানালগ ডিজাইন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘হেলিকপ্টার’, প্রথম রানার আপ হয়েছে ‘টিম এক্সপোনেনশলস’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে টিম ‘আসকি’। বিজয়ী দলকে মোট তিন লাখ টাকা মূল্যমানের পুরস্কার প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনের মাধ্যমে ‘ভিএলএসআইথন ২.০’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক এবং উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান। ‘ভিএলএসআইথন ২.০’ সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান উল্কাসেমির আয়োজনে এবং আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইইই এবং আইইইই স্টুডেন্ট শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

ড. মো. আশরাফুল হক বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের তরুণ প্রকৌশলীরা অসাধারণ উদ্ভাবনী দক্ষতা প্রদর্শন করেছে। এই প্রতিযোগিতা শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতার স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের ভবিষ্যত প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রথম পদক্ষেপ। উল্কাসেমি আমাদের তরুণ প্রজন্মের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সাহায্য করে যাচ্ছে।”

মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, “প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর চিপের ওপর নির্ভরশীল। সক্ষমতার এক নতুন রূপ সেমিকন্ডাক্টর। বর্তমানে বিশ্বে সেমিকন্ডাক্টরের বাজার ৫০ হাজার কোটি ডলার। আমাদের সামনে দারুণ সুযোগ। উল্কাসেমি এদেশের সেমিকন্ডাক্টর শিল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে এই শিল্পকে মাল্টি বিলিয়ন ডলারের বাজারে পরিণত করা সম্ভব। সঠিক সরকারি ও বেসরকারি সহায়তা পেলে, এই খাতের আয় ১ বিলিয়ন ডলার থেকে ১৬ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পাবে। এতে আমাদের এই তরুণ প্রকৌশলীদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”

দেশের শীর্ষস্থানীয় ২০টি বিশ্ববিদ্যালয় থেকে ২৩৫ জন তরুণ প্রতিযোগীদের ৮২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আরটিএল (রেজিস্টার ট্রান্সফার লেভেল) ডিজাইন এবং অ্যানালগ ডিজাইন-এই দুটি ক্যাটাগরিতে ভিএলএসআইথন ২.০ তে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। চূড়ান্ত পর্যায়ে প্রতিটি ক্যাটাগরি থেকে তিনটি টিম চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ হিসেবে পুরস্কৃত হন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *