সাম্প্রতিক সংবাদ

ভারতে বাংলাদেশি চ্যানেল বন্ধ: ইউটিউব এর কাছে ব্যাখ্যা চাইবে সরকার

ক.বি.ডেস্ক: ইউটিউব ভারতের ভৌগোলিক সীমায় অন্তত চারটি বাংলাদেশি টিভি চ্যানেল যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, ও মোহনা টিভির জিও-ব্লক করেছে। ভারতে ইউটিউবে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করার বিষয়ে ইউটিউব এর কাছে ব্যাখ্যা চাইবে সরকার। ব্যাখ্যা সন্তোষজনক না হলে পালটা পদক্ষেপ নেয়ারও ইঙ্গিত দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৯ মে) এক ফেসবুক বার্তায় বিষয়টি জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আমরা ইউটিউব-এর কাছে এর ব্যাখ্যা চাইব। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পালটা পদক্ষেপ নিতে বাধ্য হব। বাংলাদেশের সম্প্রচার মাধ্যমগুলোকে ভৌগোলিক লোকেশন হিসেবে এভাবে ব্লক করার কারণে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের দেখার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।”

জিও-ব্লকিংয়ের কারণে ভারতে এসব চ্যানেল দেখতে চাইলে ব্যবহারকারীদের সামনে বার্তা আসে- ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা-সংক্রান্ত সরকারি আদেশের কারণে এই কনটেন্ট এই দেশে আপাতত অননুমোদিত’।

ভিপিএন ও স্থানীয় সূত্রের মাধ্যমে ভারতে বাংলাদেশি এ চারটি চ্যানেল ইউটিউবে না দেখানোর ঘটনা নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।

এদিকে যমুনা টিভি জানিয়েছে, তারা ইউটিউব থেকে আনুষ্ঠানিক একটি নোটিশ পেয়েছে। তাতে বলা হয়েছে, ভারত সরকারের অনুরোধে তাদের কনটেন্ট ভারতে ব্লক করা হয়েছে এবং ভবিষ্যতে আপলোড করা ভিডিওতেও একই সীমাবদ্ধতা থাকবে।

ইউটিউবের নোটিশে বলা হয়েছে, ‘আপনার কনটেন্ট নিয়ে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা-সংক্রান্ত সরকারি আদেশ পেয়েছি… এই চ্যানেলে ভবিষ্যতে আপলোড করা কনটেন্টও ব্লক করা হবে।’

জিও-ব্লকিং অর্থ হলো, নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ব্যবহারকারীদের জন্য কনটেন্ট সীমাবদ্ধ করা। ফলে, চ্যানেলগুলো অন্যান্য দেশ থেকে দেখা গেলেও ভারতীয় ব্যবহারকারীরা সেগুলো দেখতে পাচ্ছেন না।

ভারতীয় সশস্ত্র বাহিনীর পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ নামের সামরিক অভিযানের পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে যাওয়াকে এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *