ভবিষ্যতে স্মার্টফোনই হবে প্রফেশনাল ফটোগ্রাফির প্রথম পছন্দ
শক্তিশালী পারফরমেন্স, অভিনব প্রযুক্তি এবং নান্দনিক ডিজাইন ছাড়া স্মার্টফোন এখন কল্পনাতীত। বৈশ্বিক অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যেও গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে নিত্যনতুন আকর্ষনীয় ফিচার নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। চলতি বছর অক্টোবরের শুরুতে ওয়াই১৭এস সহ ওয়াই সিরিজের পাঁচটি এবং ভি সিরিজের দুইটি স্মার্টফোনের যাত্রা করেছে ভিভো। এবছর অরা লাইট এর সংযোজন ছিল অন্যতম মাইলফলক। এ বিষয়ে কথা বলেছেন ভিভো বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ।
স্মার্টফোনে ভিভো’র উদ্ভাবন নিয়ে তানজীব আহমেদ বলেন, ‘ভিভো বিশ্বাস করে যেকোনো দেশের স্মার্টফোন বাজারে সফলতার অন্যতম চাবিকাঠি ভোক্তা সন্তুষ্টি। তাই প্রতিনিয়তই ভিভো গ্রাহকদের পছন্দ, অপছন্দ ও প্রয়োজনগুলো নিয়ে গবেষণা করে। চেষ্টা করে গ্রাহকের হাতে সেরা স্মার্টফোনটি তুলে দিতে। ক্যামেরা প্রযুক্তি, নান্দনিক ডিজাইনের নিয়ে দীর্ঘ গবেষণা ফলাফল এখন গ্রাহকের হাতের মুঠোয়। ভিভো’র প্রতিটি নতুন সংযোজন যেন এক একটি নতুন গল্প। এক্স সিরিজে কার্ল জেইসের লেন্স থেকে ভি সিরিজের অরা লাইট, গ্রাহকের ফটোগ্রাফিকে সর্বোচ্চ নান্দনিক পর্যায়ে পৌঁছে দিতে ভিভো নিরলস কাজ করে যাচ্ছে।’
স্মার্টফোনে প্রফেশনাল ফটোগ্রাফি নিয়ে তানজীব জানালেন তাঁর কথা। ভবিষ্যতে প্রফেশনাল ফটোগ্রাফিতে স্মার্টফোনকেই এগিয়ে রাখলেন তিনি।
তানজীব আহমেদ বলেন, ‘ভবিষ্যতে স্মার্টফোনই হবে প্রফেশনাল ফটোগ্রাফির প্রথম পছন্দ। ভিভো’র গবেষণা অনুযায়ী, ফটোগ্রাফির ক্ষেত্রে গ্রাহকদের কাছে স্মার্টফোনের ক্যামেরাই এখন মুখ্য। তাই গ্রাহকের কথা বিবেচনা করে প্রতিটি স্মার্টফোনে ক্যামেরাকে প্রাধান্য দেয়া হয়। আর বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নে স্মার্টফোনই হয়ে উঠেছে প্রফেশনাল ফটোগ্রাফির অন্যতম মাধ্যম। তবে স্মার্টফোনে প্রফেশনাল ফটোগ্রাফির অন্যতম প্রধান বাধা হলো আলো স্বল্পতা। অর্থাৎ আলোর তারতম্যের কারণে ছবি নষ্ট হয়ে যায়। ভিভো এই বিষয়টি নিয়ে কাজ করেছে। দীর্ঘ গবেষণার পর ভিভোর এক্সক্লুসিভ পোর্ট্রটে এলগরিদম অরা লাইট নিয়ে এসেছি আমরা। এটি নিজে নিজেই কাজ করবে। আপনি রাতের আধাঁরে, অল্প আলোতে কিংবা বিয়ে বাড়িতে অনেক আলোর মধ্যে ছবি তুলবেন। ভিভো’র অরা লাইট ফটোগ্রাফিতে আলোর ঝামেলা থেকে মুক্তি দেবে।’
অরা লাইট প্রযুক্তি নিয়ে সাড়া কেমন পেয়েছে ভিভো, তা জানতে চাইলে তানজীব বলেন, ‘আপনারা জেনে অবাক হবেন, অরা লাইটে প্রযুক্তিকে সব বয়সের ব্যবহারকারীরা খুব ভালো ভাবে গ্রহণ করেছে। মূলত যারা স্মার্টফোনে ফটোগ্রাফি নিয়ে কাজ করেন বা কন্টেন্ট ক্রিয়েটর এবং ট্রাভেলিং ভ্লগাররা এই প্রযুক্তি নিয়ে বিশেষ আগ্রহী। তা ছাড়া আমরা নানা সময় ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে থাকি। আমাদের এই সকল প্রতিযোগিতায় ভিভো ভি২৭ই ব্যবহারকারীরা চমৎকার ছবি শেয়ার করেন। অরা লাইট ও ক্যামেরা ব্যবহার করে এতো সুন্দর সুন্দর ছবি করা যায়- এটা দেখে আমরাও অভিভূত হই। ভিভো অরা লাইটকে প্রোফেশনাল ফটোগ্রাফির জন্য আরও উন্নত করার কাজ করে যাচ্ছে। আশা করি, খুব শিগগিরই এর ফলাফল গ্রাহকের হাতে চলে আসবে। গ্রাহককে সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’