সফটওয়্যার

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ’র পদত্যাগ

ক.বি.ডেস্ক: দেশের সফটওয়্যার খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল টি আহমেদ। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাধ্য হয়েই পদত্যাগের পথ বেছে নিয়েছেন বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাসেল টি আহমেদ বেসিসের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রের অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও ডিপার্টমেন্ট অব ট্রেড অর্গানাইজেশনেও (ডিটিও) পাঠিয়েছেন তিনি।

রাসেল টি আহমেদ জানান, “দেশের ভীষণ সংবেদনশীল সময়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরিবর্তে অত্যন্ত দু:খজনকভাবে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচন করে আসা বেসিসের সর্বশেষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এতে বিশ্বে সফটওয়্যার শিল্পে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। শুধুমাত্র বেসিস সভাপতি আমি এ পরিচয়ের কারণে নিকট অতীতের নানা ঘটনায় আমাকে নামে-বেনামে অভিযুক্ত করা হচ্ছে। সম্প্রতি আমাকে ও আমার সন্তানদের জড়িয়ে ভীতিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে, যা আমার জন্য অকল্পনীয় এবং পরিবারের নিরাপত্তার জন্য আশঙ্কাজনক। এজন্য বেসিসের সভাপতি ও পরিচালনা বোর্ডের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, “আমি বেসিসের পাঁচ মেয়াদের নির্বাচনে বিজয়ী হয়েছি। সদস্যদের ভালোবাসায় সর্বশেষ দুই মেয়াদে সভাপতিও ছিলাম। পেশাগত যেকোনো বিষয়ে প্রতিযোগিতা হতেই পারে, তবে সম্প্রতি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নোংরা রাজনীতি করা হচ্ছে, যা আমি মেনে নিতে পারিনি। আর তাই আমি বেসিসের কার্যনির্বাহী কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দ্রুত অনুমোদন করার জন্য অনুরোধ করেছি। আশা করি, তারা আমার পদত্যাগপত্র গ্রহণ করবেন। একই সঙ্গে আপনাদের ভালোবাসায় দেয়া দায়িত্ব পুরো সময় পর্যন্ত পালন করতে না পারায় বেসিসের সব সদস্যের কাছে ক্ষমা চাইছি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে সামনের দিকে এগিয়ে নিতে আমি সব সময় চেষ্টা করে যাব।”

রাসেল টি আহমেদ প্রায় দুই যুগ ধরে দেশের আইসিটি খাতে কাজ করছেন। গত ১২ বছর তিনি বিভিন্ন মেয়াদে বেসিসের কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেছেন। ২০২২-২৪ মেয়াদে প্রথম দফায় তিনি বেসিস সভাপতি নির্বাচিত হন। চলতি বছরের ৮ মে অনুষ্ঠিত ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *