সফটওয়্যার

বেসিস কোরিয়া ডেস্ক হবে একটি কৌশলগত প্ল্যাটফর্ম

ক.বি.ডেস্ক: দক্ষিণ কোরিয়া একটি অত্যন্ত উদ্ভাবনমুখী ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দেশ, যেখানে বাংলাদেশ এর আইসিটি খাতের জন্য রয়েছে বিপুল সম্ভাবনা। ‘বেসিস কোরিয়া ডেস্ক’ এই নতুন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি আইসিটি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ কোরিয়ার সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে। বেসিস কোরিয়া ডেস্ক হবে একটি কৌশলগত প্ল্যাটফর্ম, যার মাধ্যমে দু’দেশের মধ্যে জ্ঞান বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণ সহজতর হবে এবং বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন করবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং কোরিয়ার আইসিটি ও সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারকরণ, ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে ‘বেসিস কোরিয়া ডেস্ক’ গঠন করেছে। এই উদ্যোগ বাংলাদেশের আইসিটি খাতের জন্য একটি মাইলফলক হবে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বেসিস কোরিয়া ডেস্কের মাধ্যমে উভয় দেশের আইসিটি খাতে নতুন দিগন্তের সূচনা হবে।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত ‘বেসিস কোরিয়া ডেস্ক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, আইসিটি বিভাগের যুগ্মসচিব ড. মো. তৈয়বুর রহমান, কোইকা’র কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, কেবিসিসিআই’র সভাপতি শাহাব উদ্দিন খান, বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) মো. ইমরুল কায়েস পরাগ। স্বাগত বক্তব্য রাখেন বেসিস সহায়ক কমিটির সদস্য (অর্থ) ফৌজিয়া নিগার সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ, বেসিস সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “দক্ষিণ কোরিয়ার ট্রিলিয়ন-ডলারের প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও শক্তিশালী ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কৌশলগত সহযোগিতার জন্য একটি আদর্শ মডেল তৈরি করেছে। বাংলাদেশ তার দৃঢ়, প্রাণবন্ত তরুণ জনগোষ্ঠী এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্ভাবনী প্রবৃদ্ধির সঙ্গে সমানতালে এগিয়ে যেতে প্রস্তুত। এই উদ্যোগের মাধ্যমে উভয় দেশ একসঙ্গে ডিজিটাল অর্থনীতির বিশাল সুযোগ কাজে লাগাতে পারবে, যা পারস্পরিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।”

রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক বলেন, “বেসিস কোরিয়া ডেস্ক আইসিটি খাতে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের একটি মাইলফলক। এটি কোরিয়ার রফতানি বাজারকে আরও সমৃদ্ধ করবে। এই উদ্যোগ দুই দেশের আইসিটি এবং সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারকরণ ও ব্যবসা সম্প্রসারণ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখবে।”

যুগ্মসচিব ড. মো. তৈয়বুর রহমান বলেন, “বেসিস কোরিয়া ডেস্ক শুধু একটি প্ল্যাটফর্ম নয় বরং এর মাধ্যমে বেসিস সদস্যদের জন্য তথা বাংলাদেশী আইসিটি প্রতিষ্ঠানের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই উদ্যোগ বাংলাদেশকে একটি শক্তিশালী আইটি হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।”

এডওয়ার্ড কিম বলেন, “বেসিস কোরিয়া ডেস্ক বাংলাদেশী এবং কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করবে। এ যাত্রা বাংলাদেশের আইসিটি খাতকে শক্তিশালী করতে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশকে আইসিটির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে, বাংলাদেশ এবং কোরিয়া উভয় দেশের আইসিটি প্রতিষ্ঠান তাদের আইসিটি খাতে একটি পারস্পরিক ব্যবসায়িক শক্তিশালী সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে।”

রাফেল কবির বলেন, “বেসিস কোরিয়া ডেস্ক প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বাংলাদেশের আইসিটি খাতকে কোরিয়ার বিশাল বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা। এ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা আমাদের আইসিটি পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে, কৌশলগত সহযোগিতার ভিত্তিতে একটি টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে, যা বাংলাদেশের আইসিটি খাতকে বৈশ্বিক পরিমণ্ডলে একটি শক্তিশালী আইটি হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *