বিসিক এর সঙ্গে ডিআইইউ’র যৌথ কমিটির সভা

ক.বি.ডেস্ক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), শিল্প মন্ত্রণালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় সমঝোতা স্মারক (২০২৪-২০৩৪) বাস্তবায়নের লক্ষ্যে একটি যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় যৌথ উদ্যোগে দক্ষতা উন্নয়ন, গবেষণা সহযোগিতা, মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স, উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা, শিল্প প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগ সৃষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিআইইউ-এর বিওটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বিসিক এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক’র পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহিদুজ্জামান, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) খন্দকার মু. মুশফিকুর রহমান, ডিআইইউ’র উপ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রাার ড. মোহাম্মদ নাদির বিন আলী প্রমুখ।
যৌথ কমিটির সভায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হয় শিক্ষার্থীদেরকে সঠিক দক্ষতায় প্রশিক্ষিত করে সঠিক জায়গায় প্লেসমেন্ট নিশ্চিত করা, যাতে করে তারা উপযুক্ত সেক্টরে ক্যারিয়ার গড়তে সক্ষম হয় এবং শিল্পগুলো যেনো তাদের প্রয়োজন অনুযায়ী যোগ্য প্রার্থী পায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। বিসিক ও ডিআইইউ-এর এই সহযোগিতা শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন রচনা করবে, যা নতুন উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।