বিসিএস’র ৮টি শাখা কমিটিতে নির্বাচিত যারা
বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) ২০২২-২০২৪ মেয়াদকালের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি (ইসি) এবং ৮টি শাখা কমিটির নির্বাচন গতকাল বুধবার (১৬ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮টি শাখা কমিটির মধ্যে ৩টি শাখা কমিটি রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, যশোর, খুলনা এবং সিলেট শাখায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বরিশাল শাখা কমিটিতে ১৪ জন, চট্টগ্রামে ৯ জন, কুমিল্লায় ৭ জন, যশোরে ১৬ জন, খুলনায় ১৪ জন, ময়মনসিংহে ৭ জন, রাজশাহীতে ৭ জন এবং সিলেট শাখায় ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে।
বিসিএস সিলেট শাখা: চেয়ারম্যান জিনিয়াস টেকনোলজির এ এস এম জি কিবরিয়া; ভাইস চেয়ারম্যান মিলেননিয়াম কমপিউটার্সের হেলাল উদ্দিন; সেক্রেটারি জিয়নলিঙ্কের মো. সুলাইমান আহসান তানভির; জয়েন্ট সেক্রেটারি হাই-টেক কমপিউটারের মুতাহির উল্লাহ; কোষাধ্যক্ষ গ্লোবাল ট্রেড করপোরেশনের মো. মসনুল করিম চৌধুরি; সদস্য উইন ট্রেডের আহমেদ সফিকুল হাসান এবং সদস্য আই-কন কমপিউটার ইনস্টিটিউটের মালেক আহমেদ চৌধুরি।
বিসিএস রাজশাহী শাখা: চেয়ারম্যান টেকল্যাবের মো. আবুল ফজল কাশেমী, ভাইস চেয়ারম্যান সাইবার জোন কমপিউটারের মো. সাজ্জাদ হোসেইন; সেক্রেটারি কমপিউটার প্যালেসের সাইদ আব্দুল ময়েজ ডলার; জয়েন্ট সেক্রেটারি স্টার কমপিউটার টেকনোলজির মো. খাইরুল ইসলাম; কোষাধ্যক্ষ সেল কমপিউটার্সের এস এম মুশফিক-উস-সালেহিন; সদস্য জে এস কমপিউটারের মো. জাহিদুল ইসলাম জিম এবং সদস্য টাচ কমপিউটারের মো. নজরুল ইসলাম।
বিসিএস ময়মনসিংহ শাখা: চেয়ারম্যান সাকসেস কমপিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের মোহাম্মদ ইসমাইল হোসেইন; ভাইস চেয়ারম্যান ক্যামেরা ঘরের মোতালেব দরবারি; সেক্রেটারি মিডল্যান্ড কমপিউটারের মো. জহির উল্লাহ; জয়েন্ট সেক্রেটারি রাইসা আইটি সলিউশন্সের রাইসুল ইসলাম জনি; কোষাধ্যক্ষ আরাফ কমপিউটার অ্যান্ড কমিউনিকেশনের আহমাদ মুস্তাফা খালেদ; সদস্য জে কে কমপিউটার্সের মো. জামাল হোসেইন এবং সদস্য রিজেন্সি টেকনোলজিসের রাতুল ইসলাম রাহাত।
বিসিএস কুমিল্লা শাখা: চেয়ারম্যান সফটলিঙ্ক কমপিউটার অ্যান্ড মাল্টিমিডিয়ার মো. ফরহাদ উল্লাহ; সেক্রেটারি জেবি কমপিউটারের এম এ বাতেন; জয়েন্ট সেক্রেটারি সফট লিঙ্ক প্লাসের মো. সফিউল্লাহ; কোষাধ্যক্ষ জি-টেক কমপিউটারের মো. ফেরদাউস সায়েম ভূঁইয়া; সদস্য জয় কমপিউটার অ্যান্ড অ্যাকসেসোরিজের অজয় কৃষ্ণ সাহা; সদস্য রিলায়েন্স পিসির মোফাজ্জল হায়দার মজুমদার এবং সদস্য স্কাই নেটের শাখাওয়াত হোসেইন (মানিক)।
বিসিএস বরিশাল শাখা: চেয়ারম্যান ডেনকো কমপিউটার্সের মো. খলিলুর রহমান; ভাইস চেয়ারম্যান শির্ষবিন্দু কমপিউটার সিস্টেমের মো. এনামুল হক খান; সেক্রেটারি ঝলক কমপিউটার সলিউশনের জাহিদ হাসান; জয়েন্ট সেক্রেটারি এ এম কমপিউটার বরিশালের শফিউর রহমান; কোষাধ্যক্ষ ভারটেক্স টেকনোলজির মোহাম্মদ ইমরান হোসেইন; সদস্য রবিশাল কমপিউটার্সের মো. খোরশেদ আলম এবং সদস্য আর্ক কমপিউটার সিস্টেমসের সাইদ মো. রইস উদ্দিন।
বিসিএস চট্টগ্রাম শাখা: চেয়ারম্যান নেওয়াজ এন্টারপ্রাইজের এইচ এম শাহ নেওয়াজ; ভাইস চেয়ারম্যান ন্যানো কমপিউটারের মোহাম্মদ দিদারুল ইসলাম; সেক্রেটারি জুয়েল কমপিউটারের মো. দিদারুল আলম চৌধুরি; জয়েন্ট সেক্রেটারি এস এস কমপিউটার ইউনিট-২ এর আব্দুল্লাহ আল রাজিব; কোষাধ্যক্ষ পিসি সলিউশনের সুমন চৌধুরি; সদস্য স্কেন ইন্টারন্যাশনাল অ্যান্ড কমপিউটার্সের মঞ্জুর আহমেদ এবং সদস্য কমপিউটার হ্যাভেনের মোহাম্মদ জয়নুল আবেদিন।
বিসিএস যশোর শাখা: চেয়ারম্যান রাম কমপিউটারের রাম প্রসাদ রয়; ভাইস চেয়ারম্যান বেঙ্গল কমপিউটার্সের মো. বকুল হোসেইন; সেক্রেটারি আসু কমপিউটারের আসু তোষ পাল; জয়েন্ট সেক্রেটারি ট্রাস্ট কমপিউটার্সের মো. আব্দুল মোমিন; কোষাধ্যক্ষ বেলাল কমপিউটারের মো. তামিম আহমেদ; সদস্য ওয়েব ভ্যালি কমপিউটারের রুকুন উদ্দিন আহমেদ এবং সদস্য ই্উনিক্স নেওয়ার্কের মো. ফারুকি জাহাঙ্গির আলি টিপু।
বিসিএস খুলনা শাখা: চেয়ারম্যান অ্যারিয়ানা সিস্টেমসের মুন্সি আরিফুজ্জামান; ভাইস চেয়ারম্যান গ্রাফিক্স সিস্টেমের এস কে শহিদুল হক সোহেল; সেক্রেটারি হ্যাভ সলিউশন্সের আহমেদ কবির; জয়েন্ট সেক্রেটারি বুশরা কমপিউটারের মো. সিয়াবুল ইসলাম চৌধুরি; কোষাধ্যক্ষ সান কমপিউটার অ্যান্ড ইলেকট্রনিক্সের মোহাম্মদ সামসুজ্জামান; সদস্য ওয়ার্ল্ড কমের শেখ শাহিনুর আলম সিদ্দিকী এবং সদস্য আই স্মার্টের আশরাফুল হক।
এবারের নির্বাচনে মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বাধীন সমমনা এবং সুব্রত সরকারের নেতৃত্বাধীন মেম্বার ভয়েস প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের ফলাফলে সমমনা প্যানেল থেকে ৩ জন এবং মেম্বারস ভয়েস প্যানেল থেকে ৪ জন বিজয়ী হন। এতে মেম্বারস ভয়েস সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারা কমিটি গঠনে সিদ্ধান্ত নেয়।
বিসিএসর ২০২২-২০২৪ মেয়াদকালের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির (ইসি) নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার সুব্রত সরকার; সহসভাপতি স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান রাশেদ আলি ভূঁইয়া; মহাসচিব সাউথ বাংলা কমপিউটার্সের স্বত্বাধিকারী কামরুজ্জামান ভূঁইয়া; কোষাধ্যক্ষ গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী; পরিচালক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম; পরিচালক কমপিউটার সিটি অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং পরিচালক স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন সিপ্রোকো কমপিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার এবং সদস্যদ্বয় হলেন দি কমপিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী ও ওরা-টেক কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ। অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান হলেন ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হক এবং সদস্যদ্বয় হলেন কমপিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক সাবির আহমেদ ও ট্রেসার ইলেকট্রোকমের প্রধান কার্যনির্বাহী আবুল কালাম আজাদ।