বিশ্বখ্যাত গেমিং প্রতিষ্ঠান ‘টেনসেন্টে’ বাংলাদেশের আরাফাত
ক.বি.ডেস্ক: বাংলাদেশি তরুণ গেমার কাজী আরাফাত হোসেন বিশ্বসেরা গেমিং প্রতিষ্ঠান টেনসেন্ট এ নিয়োগ পেয়েছেন। টেনসেন্টের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়ন ও ই-স্পোর্টস ব্যবস্থাপনা বিষয়ক প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। কাজী আরাফাত হোসেন দীর্ঘ তিন বছর প্রতিষ্ঠানটিতে সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বের বহুল জনপ্রিয় পাবজি গেমসের মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড।
তরুণ গেমার কাজী আরাফাত হোসেন দেশে দীর্ঘদিন যাবত ই-স্পোর্টসের প্রসার ও উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে প্রথম একটি দল ই-স্পোর্টসের বিশ্বকাপে অংশগ্রহন করে এই তরুণ গেমারের নেতৃত্বেই। কাজী আরাফাত হোসেন বলেন, ই-স্পোর্টস হচ্ছে একটি সম্ভাবনাময় ক্ষেত্র, আর টেনসেন্ট হচ্ছে এই ক্ষেত্রে অন্যতম বৃহত গেমিং প্রতিষ্ঠান। এখানে যোগদানের মাধ্যমে আমি চাইবো আমাদের দেশের ই-স্পোর্টসের উন্নয়ন করতে। ই-স্পোর্টসে ভালো করতে পারলে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে যার ফলে এ দেশের উন্নয়ন ঘটবে।