উদ্যোগ

বিশেষ ছাড় সুবিধা প্রদানে বাংলালিংক ও সহজের অংশীদারিত্ব

ক.বি.ডেস্ক: অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য বিশেষ ছাড় সুবিধা প্রদানে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক। বাংলালিংকের বিশেষ লয়্যালটি প্রোগ্রাম অরেঞ্জ ক্লাবের মেম্বাররা দেশের সেরা সব ব্র্যান্ডের বিশেষ ছাড় সুবিধা উপভোগ করেন। সহজের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এয়ার টিকেট কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন।

সম্প্রতি, রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন, মার্কেটিং অপারেশনসের প্রোডাক্ট ও প্রাইসিংয়ের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আসিফুর রহিম, লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান ও লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার। অনুষ্ঠানে সহজের চিফ বিজনেস অফিসার তালাত রহিম, হেড অব গ্রোথ রুবিনা খান, মার্কেটিংয়ের ব্র্যান্ড অ্যান্ড কনটেন্ট লিড আদিব রুশদ তারেক ও বিজনেস গ্রোথের সিনিয়র এক্সিকিউটিভ নাবিলা বিনতে আলি উপস্থিত ছিলেন।

এ অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও উন্নত অভিজ্ঞতা নিশ্চিতে আরও একধাপ এগিয়ে গেল বাংলালিংক, স্বাচ্ছন্দ্যদায়ক ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিতে ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *