সাম্প্রতিক সংবাদ

বিটিআরসি’র ‘ডিজিটাল অ্যান্ড সাইবার সেফটি ডাইরেক্টরেট’

ক.বি.ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে আপত্তিকর কনন্টেন্ট অপসারণে কাজ করা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)- এর ‘ডিজিটাল নিরাপত্তা সেল’ এর নতুন নাম দেয়া হয়েছে ‘ডিজিটাল অ্যান্ড সাইবার সেফটি ডাইরেক্টরেট’। এই সেল নিরাপদ ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা জোরদার নিয়ে কাজ করছে। বিটিআরসি’র এই সেল দেশের গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, পুলিশসহ ১৯ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে রাষ্ট্রবিরোধী, সামাজিক মূল্যবোধ বিরোধী, পর্নগ্রাফি, অনলাইন ক্ষতিকর গেমস, অনলাইন বেটিং বা জুয়া, সাংস্কৃতিক ও ধর্মীয় উস্কানিমূলক, উগ্র ও জঙ্গিবাদসহ বিভিন্ন আপত্তিকর কনটেন্ট সরাতে কাজ করছে। এই সেল হতে প্রতিদিন গড়ে ১৩০টি পর্যন্ত লিংক বা পোস্ট সরানোর অনুরোধ সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের রিপোর্ট যেত।

২০২১ সালে ‘ডিজিটাল নিরাপত্তা সেল’ গঠন করা হয়। নাম বদল করে বর্তমানে ‘ডিজিটাল অ্যান্ড সাইবার সেফটি ডাইরেক্টরেট’ করা হয়। নাম পরিবর্তন করা হলেও এর কাজ একই থাকছে, বরং কাজের পরিধি বাড়ছে। বিটিআরসি’র তথ্যমতে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডোমেইন, অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্ম সহ ডিজিটাল মাধ্যমে ব্যবহারকারী বেড়েছে অনেক। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অপব্যবহার ও অপরাধ। তারা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থা হতে বিপুল সংখ্যায় কনটেন্ট মডারেশনের অনুরোধ পান এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সে অনুযায়ী তাদের ব্যবস্থা নিতে হয়। এখন এই সেলের জনবলও বেড়েছে।

এই সেল ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কাছে বিটিআরসি গত তিন বছরে ১ লাখ ৪৯ হাজার ৭০৪টি লিংক বা পোস্ট অপসারণের অনুরোধ পাঠায়। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ৫০ হাজার ৫৯৫টি লিংক বা পোস্ট সরিয়েছে। যেখানে লিংক বা পোস্ট অপসারণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।

বিগত তিন বছরে বন্ধ করা হয়েছে ৫ হাজার ৬৪১টি ওয়েবসাইন ও ডোমেইন। যেগুলোর বিরুদ্ধে আপত্তিকর, অপব্যবহার ও অপরাধমূলক কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সর্বশেষ এক বছরে ২৩৮৭টি ওয়েবসাইট বা ডোমেইন বন্ধ করেছে বিটিআরসি। এই সময়ে অ্যাপস বন্ধের জন্য অনুরোধ করা হয়েছে ২৬৭টির আর বন্ধ হয়েছে ১০৬টি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ সংক্রান্ত পেজ বা পোস্ট বন্ধের অনুরোধ করা হয়েছে ৯ হাজার ৬৭২টি। বন্ধ হয়েছে ৮ হাজার ২১৩টি। এক বছরে ১৮৮০টি ওয়েবসাইট বা ডোমেইন বন্ধ করা হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কাছে অনুরোধ গেছে ১০৫৫টি ইস্যুতে। যেখানে বন্ধ হয়েছে ৭১২টি।

তথ্যসুত্র: টেক শহর ডট কম

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *