উদ্যোগ

বিক্রয় আয়োজন করছে ‘অনলাইন প্রপার্টি ফেয়ার ২০২৫’

ক.বি.ডেস্ক: ‘মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী প্রপার্টি সমাধান’ স্লোগানে দেশের অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় আগামী সেপ্টেম্বর মাসে চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘‘অনলাইন প্রপার্টি ফেয়ার ২০২৫’’। মেলার সহযোগি হিসেবে রয়েছে প্রপার্টিগাইড। এই অনলাইন মেলা ব্রাউজ করা যাবে fair.propertyguide.com.bd পোর্টালে। এবারের মেলাটি বাংলাদেশের অনলাইন রিয়েল এস্টেট খাতে সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি হতে চলেছে, যা বদলে দিতে পারে ক্রেতাদের প্রপার্টি কেনার অভিজ্ঞতা।

বিক্রয়-এর তথ্য মতে, এ বছর বিক্রয় ২০টিরও বেশি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি এবং একটি ব্যাংকিং পার্টনারের সঙ্গে যুক্ত হচ্ছে- এর ফলে ক্রেতাদের জন্য থাকবে বিশেষ হোম লোন সুবিধা। থাকবে প্রপার্টির নানাবিধ অপশন, নতুন গড়ে ওঠা এলাকাগুলোয় বাজেট ফ্ল্যাট থেকে শুরু করে শহরের অভিজাত এলাকায় উচ্চমানের অ্যাপার্টমেন্ট পর্যন্ত। বিশ হাজারের বেশি প্রপার্টি লিস্টিং থেকে খুঁজে নিতে পারবেন আবাসিক ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস ও জমি। মেলায় প্রথমবারের মতো ১০০টিরও বেশি নতুন ও এক্সক্লুসিভ প্রজেক্ট উন্মোচন করা হবে।

মেলায় অংশগ্রহণকারীরা পাবেন বিশেষ অফার, ডিসকাউন্ট এবং এক্সপার্ট পরামর্শ, যা তাদের প্রপার্টি খোঁজা থেকে শুরু করে ফাইন্যান্সিং ও কেনা পর্যন্ত প্রতিটি ধাপে সহায়তা করবে। সব প্রপার্টি থাকবে একটি ডেডিকেটেড পোর্টালে, যেখানে ক্রেতারা সরাসরি ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ, প্রপার্টি বুক এবং মেলার জন্য নির্ধারিত এক্সক্লুসিভ সুবিধা গ্রহণ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *