উদ্যোগ

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

ক.বি.ডেস্ক: সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি করতে ‘ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে হুয়াওয়ে। ক্লাউড প্রযুক্তি ও এআই-এর সর্বশেষ উদ্ভাবনগুলো সম্পর্কে জানতে সহায়তা করেছে এই কর্মশালা। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড প্রযুক্তির উদ্ভাবন ও বিগ ডেটা বিষয়ক এই কর্মশালায় দেশের প্রায় ১০০ জন প্রযুক্তি পেশাজীবি অংশগ্রহণ করেন।

এই কর্মশালায় ডেটাবেজ, এআই কন্টেইনার + ল্যান্ডিং-জোন, বিগ ডেটা, সিকিউরিটি, পিএএএস বিষয়ে আলোচনা করা হয়। এই আলোচনা ক্লাউড ও এআই খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আধুনিকায়ন ত্বরান্বিত করবে।

ঢাকার গুলশানস্থ হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র সলিউশন আর্কিটেক্ট নিও জিন শেং ক্যাসন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার সান বিং ও ক্লাউড সার্ভিস ইঞ্জিনিয়ার জিয়াং ঝেং, সাউথ এশিয়ার বোর্ড মেম্বার হ্যাভেন লিন, ফ্লোরা টেলিকম লিমিটেডের সিডিও শামসুল আলম নিজামী।

হ্যাভেন লিন বলেন, “বাংলাদেশ দ্রুত আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় ক্লাউড ও এআই প্রযুক্তির একটি বড় ভূমিকা রয়েছে যা ভবিষ্যতের বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেশের আইসিটি অবকাঠামোকে আরও শক্তিশালী করতে চাই যাতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন শিল্পে অন্তর্ভুক্তি ও উদ্ভাবনমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়। তারই প্রেক্ষিতে আমরা এধরনের কর্মশালার আয়োজন করি যা এই খাতের প্রতিষ্ঠান ও পেশাজীবিদের দক্ষতা বৃদ্ধি করতে ভূমিকা রাখে।”

বাংলাদেশে ক্লাউড মার্কেট সময়ের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ক্লাউড মার্কেট ৪৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এআই এবং ক্লাউড-ভিত্তিক সমাধান সংযুক্ত করার হারও বৃদ্ধি পাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *