মোবাইল স্মার্টফোন

বাংলাদেশে রেনো১৪ সিরিজ ফাইভজি দুইটি মডেল উন্মোচন

ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড অপো এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল নাইট এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে রেনো১৪ সিরিজ ফাইভজি দুইটি মডেল বাংলাদেশে উন্মোচন করেছে। ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন আ শট’- এর অংশ হিসেবে এই উদ্ভাবনী এআই প্রযুক্তি নিয়ে আসা হয়। ফোনগুলো প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট নির্মাতাদের জন্য তৈরি করা হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) ঢাকার একটি স্থানীয় কনভেনশন সেন্টারে ডিসকভারির পার্টনারশিপে আর্টসেল-এর মিউজিক্যাল নাইট এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে রেনো১৪ ফাইভজি এবং রেনো১৪ এফ ফাইভজি উন্মোচন করা হয়।

‘কালচার ইন আ শট’ বাংলাদেশে এই ক্যাম্পেইনের সূচনা হয়েছে ‘দ্য স্টোরি অব জামদানি থ্রু রেনো১৪ সিরিজ ফাইভজি’র মাধ্যমে। যেখানে ডিভাইসটির সর্বাধুনিক এআই ইমেজিং সক্ষমতার মাধ্যমে ২ হাজার বছরেরও বেশি পুরনো জামদানির বুনন ঐতিহ্যকে ধারণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় কারিগরদের শিল্পকর্মকে সম্মান জানানো হচ্ছে এবং এটি ডিজিটালি সংরক্ষণের একটি প্রয়াস হিসেবে কাজ করছে।

রেনো১৪ সিরিজ ফাইভজিতে রয়েছে এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, উন্নত ফ্ল্যাশ সিস্টেম আর ৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো ক্যামেরা। এর এআই ফ্ল্যাশ ফটোগ্রাফি স্বয়ংক্রিয়ভাবে আলো সমন্বয় করে প্রতিটি ফ্রেমে নিখুঁত ছবি তুলতে সাহায্য করে। ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। আইপি৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যুক্ত হওয়ায় এখন পানির নিচেও দারুণ স্বচ্ছ ভিডিও ধারণ করতে পারবেন।

রেনো১৪ ফাইভজিতে আগের মডেলগুলোর চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বল ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশ সহ ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম রয়েছে। রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে। জামদানি শাড়ির সূক্ষ্ম কারুকাজ থেকে শুরু করে কারিগরের খুঁটিনাটি, সবই এখন দারুণভাবে ক্যামেরায় ধারণ করা সম্ভব হবে।

এআই এডিটর ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বিকশিত করার সুযোগ পাবেন। এর এআই রিকম্পাস ইন্টেলিজেন্ট সাজেশন ব্যবহার করে ভুল অ্যাঙ্গেল ঠিক করতে পারে, এআই পারফেক্ট শট বন্ধ চোখ বা বিব্রতকর এক্সপ্রেশন ঠিক করে দেয় এবং এআই স্টাইল ট্রান্সফারের মাধ্যমে মাত্র এক ক্লিকে একটি ছবির টোন বা মুড অন্য ছবিতে প্রয়োগ করা যায়।

দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০। ফোনটির মার্মেইড-অনুপ্রাণিত ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে একইসঙ্গে নান্দনিক ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্ষমতা বাড়তে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে।

ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ ফাইভজির (১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ) মূল্য ৭৯,৯৯০ টাকা। ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ এফ ফাইভজির (৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ) মূল্য ৪২,৯৯০ টাকা।

প্রি-অর্ডারকারীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে- আড়ং-এর ডিজিটাল স্টোরফ্রন্ট aarong.com এবং আড়ং অ্যাপে ১০% ছাড়, ও-লাইক’ এর বিশেষ আইওটি গিফট, টপপে’র মাধ্যমে কার্ডহীন ইএমআই সুবিধা, ফ্লিপারের মাধ্যমে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস। সঙ্গে থাকছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ। বিস্তারিত: https://www.facebook.com/OPPOBangladesh

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *