সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশে জাপানি ল্যাংগুয়েজ প্রোফিসিয়েন্সি টেষ্টিং উদ্বোধন

ক.বি.ডেস্ক: ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ) ও কাইকম’র মধ্যে জাপানি ল্যাংগুয়েজ প্রোফিসিয়েন্সি টেষ্ট (জেপিটি) বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও কাইকম গ্রুপের নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস চুক্তিতে স্বাক্ষর করেন।

গতকাল রবিবার (২৬ জুন) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ জাপান অ্যাম্বাসিডর ইতো নাওকি, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এই চুক্তির ফলে জাপানে কর্মসংস্থানে ইচ্ছুক বাংলাদেশি প্রার্থীগন খুব সহজে ঢাকাস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে জাপানি ল্যাংগুয়েজ প্রোফিসিয়েন্সি টেষ্টের (জেপিটি) মাধমে সার্টিফাইড হতে পারবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *