বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড পেল ভিসা’র ‘স্ক্যান টু পে’
ক.বি.ডেস্ক: বিকাশের সঙ্গে ‘স্ক্যান টু পে’ সমাধান নিয়ে আসায় “বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪”-এ ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সলিউশন’ অ্যাওয়ার্ড পেয়েছে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। ভিসা কার্ডধারীদের জন্য ডিজিটাল পেমেন্টকে আরও সুরক্ষিত, ঝামেলাহীন ও নিরবচ্ছিন্ন করতে এই উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ‘স্ক্যান টু পে’র মাধ্যমে বিকাশ কিউআর স্ক্যান করে ভিসা কার্ড থেকে সরাসরি অর্থ প্রদান করতে পারবেন বিকাশ ব্যবহারকারীরা।
সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত “বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪”-এ ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সলিউশন’ অ্যাওয়ার্ড এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো) ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলামের কাছ থেকে গ্রহণ করেন ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার তাসনুভা আয়েশা হক।
নিরাপত্তা, সুবিধা ও দ্রুতগতির সমাধান নিয়ে আসার পাশাপাশি, কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এ বছরের মার্চে উদ্ভাবনী সমাধান ‘স্ক্যান টু পে’ চালু করে ভিসা। এর মাধ্যমে ভিসা কার্ডধারীরা বিকাশ কিউআর কোড স্ক্যান করে বিকাশ অ্যাকাউন্টে টাকা লোড করার ঝামেলা ছাড়াই ভিসা কার্ডের মাধ্যমে সরাসরি পে করার উপভোগ করছেন। এ সুবিধার মাধ্যমে ওয়ালেটে কম ব্যালেন্স রয়েছে এমন ব্যবহারকারীরাও ভিসা কার্ড সিলেক্ট করে স্বাচ্ছন্দ্যে পেমেন্ট পরিশোধ করতে পারবেন।
দেশজুড়ে ৭ লাখ মার্চেন্ট আউটলেটে বিকাশ কিউআর কোডের মাধ্যমে লাখো ভিসা কার্ডধারীরা সহজে ক্যাশলেস পেমেন্টে এ সুবিধা উপভোগ করছেন। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান পজ (পয়েন্ট অব সেল) মেশিন ছাড়া কার্ড পেমেন্ট গ্রহণ করতে পারবে; পাশাপাশি, বড় রিটেইল স্টোরগুলোর পেমেন্ট পরিশোধ প্রক্রিয়া হবে আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যদায়ক।