বসুন্ধরা সিটিতে কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু করলো টেকনো
ক.বি.ডেস্ক: গ্রাহকদের জন্য সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে সম্প্রতি পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার চালু করেছে স্মার্টফোন ব্রান্ড টেকনো। টেকনো, আইটেল এবং ইনফিনিক্সের অনুমোদিত বিক্রয়োত্তর সেবা প্রদানকারী হিসেবে, কার্লকেয়ার বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মেরামত, সফ্টওয়্যার আপডেট এবং প্রিমিয়াম সহায়তা সহ অন্যান্য পরিষেবা প্রদান করবে।
কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার উদ্বোধন করেন আইস্মার্টিউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক এবং কার্লকেয়ার বাংলাদেশের প্রধান মাহফুজুল হক মিরাজ। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নতুন এই সার্ভিস সেন্টারের উদ্বোধন উপলক্ষে বিশেষ একটি ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে টেকনো ও কার্লকেয়ার। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, গ্রাহকরা এই সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি বহির্ভূত ফোনের সার্ভিসিং-এর ওপর ২০% ছাড় উপভোগ করতে পারবেন; সঙ্গে থাকছে ফ্রী সার্ভিসিং, সফ্টওয়্যার আপডেট, মোবাইল ক্লিনিং সুবিধা গ্রহণ করার সুযোগ। এ ছাড়া, নির্বাচিত গ্রাহকরা পাবে বিশেষ উপহার। বিস্তারিত: +৮৮০ ১৩২৮৪১৮৪১৬।