প্রেক্ষাপট কোভিড-১৯: আক্রান্তদের বিষয়ে সতর্ক করবে অ্যাপ
দেশীয় মোবাইল অপারেটর টেলিটকের তৈরি অ্যাপ ‘করোনা আইডেন্টিফায়ার’ আশপাশে করোনায় আক্রান্ত বা কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি থাকলে ব্যবহারকারীদের সতর্ক করবে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইইডিসিআরের তথ্য কাজে সংগ্রহের মাধ্যমে কাজ করেব।
অ্যাপটি ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে আশপাশের কমিউনিটি পর্যায়ে করোনা সংক্রমণের বিস্তারিত তথ্যও জানাবে। করোনা থেকে রক্ষা পাওয়ার উপায়সহ সচেতনতাও বৃদ্ধি করবে অ্যাপটি। অ্যাপটি গুগল প্লেস্টোর ও অ্যাপস্টোরে পাওয়া যাবে।
করোনা সংক্রমণের তথ্য জানানোর পাশাপাশি ও কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যাপটি। স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে ভবিষ্যতে অ্যাপটিতে আরো নতুন ফিচার যুক্ত করা হবে।
রেডিসন ডিজিটাল টেকনোলজিসের সহায়তায় অ্যাপটি তৈরি কার হয়েছে। বিস্তারিত http://coronaidentifier.teletalk.com.bd/ ।