উদ্যোগ

প্রাইম ব্যাংক ও বাউয়ার্কের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

ক.বি.ডেস্ক: প্রাইম ব্যাংকের সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে বাউয়ার্ক লিমিটেড। বাউয়ার্কের কর্মীরা মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট, ফি মওকুফ সহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এ ছাড়া প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।

সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক এবং বাউয়ার্ক লিমিটেড এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকেরএসইভিপি ও হেড অব এমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং বাউয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের রিজিওনাল হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. এনামূল কবির, হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, টিম হেড এমার্জিং মার্কেট মোহাম্মদ জুবায়ের, রিলেশনশিপ ম্যানেজার এমার্জিং মার্কেট এইচ এম মামুন ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পেরোল ব্যাংকিং রবিউল আলম ইস্কান্দার। বাউয়ার্ক লিমিটেডের হেড অফ ফাইন্যান্স (একাউন্টস অ্যান্ড কোম্পানি সেক্রেটারি) মো. হুমায়ুন কবির; জেনারেল ম্যানেজার নালিন কৌরা; এইচআর ও অ্যাডমিন ম্যানেজার মো. জিশান রহমান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *