উদ্যোগ

প্রয়াস’র সঙ্গে ‘উইমেনটর এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন করল বাংলালিংক

ক.বি.ডেস্ক: বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে (স্টেম) আগামীর নারী নেতৃত্ব খুঁজে বের করা ও তাদের বিকশিত করার লক্ষ্যে বাংলালিংকের ফ্ল্যাগশিপ মেন্টরশিপ উদ্যোগ হিসেবে উইমেনটর প্রোগ্রাম চালু করা হয়। আগামী প্রজন্মের নারী নেতৃত্ব অনুপ্রাণিত করতে প্রয়াস’র সঙ্গে ‘উইমেনটর এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন করেছে বাংলালিংক। এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির নারী টেক-লিডারদের সঙ্গে স্নাতক শিক্ষার্থীদের যোগাযোগ ও জানাশোনার সুযোগ তৈরি হয়।

শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের কাছ থেকে ক্যারিয়ারের দিক-নির্দেশনা পাওয়া ও দক্ষতা তৈরির ক্ষেত্রে ৬ মাসের অনন্য মেন্টরশিপ গ্রহণের সুযোগ পান। এবার ৫ম বারের মতো আয়োজিত হচ্ছে এ প্রোগ্রাম। প্রতিষ্ঠানের এমপ্লয়ি ভ্যালু প্রোপজিশন ‘লিড দ্য ফিউচার’-এর সঙ্গে সঙ্গতি রেখে এ আয়োজনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক আগামী বিনির্মাণ করাই বাংলালিংকের লক্ষ্য।

এক্সপেরিয়েন্স ডে উপলক্ষে নারী শিক্ষার্থীরা বিস্তৃত সামাজিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে সচেতনতা ও সহমর্মিতা নিশ্চিত করার মাধ্যমে পেশাগত যাত্রাকে কীভাবে সমৃদ্ধ করা যাবে, তা জানার সুযোগ পান। অংশগ্রহণকারীরা সৃজনশীল শিল্প কার্যক্রমের মাধ্যমে এই আয়োজনে অংশ নেন। ফলে, শিক্ষার্থীরাও অনন্য ও কার্যকর উপায়ে তাদের সাথে যোগাযোগের সুযোগ পান।

আয়োজনে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও হেড অব অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট আশীষ কুমার রায়।

ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স) উদ্দেশ্যের সঙ্গে মিল রেখে বাংলালিংকের প্রতিশ্রুতি অনুযায়ী দিনের বাকি অংশের আয়োজন করা হয়। এ সময়, নারী শিক্ষার্থীরা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের গবেষক শিক্ষার্থী ও বিশেষভাবে সক্ষম শিশুদের সাথে অর্থপূর্ণভাবে যুক্ত হওয়ার সুযোগ পান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *