পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাক্কো’র ’রিভার ক্রুজ প্রোগ্রাম’
![](https://computerbichitra.com/wp-content/uploads/2025/02/01-7.jpg)
ক.বি.ডেস্ক: দেশের বিপিও শিল্পের প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সহযোগিতার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় বাক্কো’র ’রিভার ক্রুজ প্রোগ্রাম ২০২৫’। অংশগ্রহণকারীরা বিপিও শিল্পের ভবিষ্যৎ নিয়ে কৌশলগত আলোচনা, নতুন সম্ভাবনার অনুসন্ধান এবং সদস্যদের পারস্পরিক সংযোগ আরও দৃঢ় করতে বাক্কো’র সদস্যরা ইতিবাচক মতামত এবং পরামর্শ প্রদান করেন।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)- এর উদ্যোগে এই ব্যতিক্রমী রিভার ক্রুজ প্রোগ্রামের আয়োজন করা হয়। রিভার ক্রুজটি শিমুলিয়া ঘাট থেকে নারায়ণগঞ্জের মুড়াপাড়া জমিদার বাড়ি যাত্রা করে আবার বিকাল বেলায় শিমুলিয়া ঘাটে ফিরে আসে। বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম গেমস, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় রেফেল ড্র আয়োজন করা হয়।
বাক্কো’র ’রিভার ক্রুজ প্রোগ্রাম ২০২৫’-এ উপস্থিত ছিলেন বাক্কো’র সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, জ্যেষ্ঠ সহ সভাপতি মো. আবুল খায়ের, সহ সভাপতি মো. তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মো. আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসনাদ-ই-আহমদ, পরিচালকবৃন্দ আব্দুল কাদের, সায়মা শওকত এবং বাক্কো’র সদস্য প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা।
![](https://computerbichitra.com/wp-content/uploads/2025/02/02-2.jpg)
এ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের আইসিটি খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)- এর সভাপতি মোহাম্মদ কাউছার উদ্নি, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, সহসভাপতি মইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, সাবেক ক্রিড়া সম্পাদক ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ (তুষার), সদস্য আল আমিন আজাদ, নাইম আল জিকো।
তানভীর ইব্রাহীম বলেন, “বাংলাদেশের বিপিও শিল্পের সামনে ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এই ধরনের নেটওয়ার্কিং প্রোগ্রাম নতুন ধারণা বিনিময় ও শিল্পের অগ্রগতির সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।”
ফয়সল আলিম বলেন, “শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, আমাদের বিপিও শিল্প পারস্পরিক সংযোগ ও সমষ্টিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। এই আয়োজন আমাদের সহযোগিতামূলক এবং গতিশীল আউটসোর্সিং খাত গঠনের প্রতিশ্রুতিকে বেগবান করবে। অচিরেই বাক্কো’র নামকরণ পরিবর্তন করা হচ্ছে। ”