উদ্যোগ

পাঠাও’র ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইনে ৫০ হাজার টাকা জেতার সুযোগ

ক.বি.ডেস্ক: দেশীয় প্রতিষ্ঠান পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন। মে মাসজুড়ে পাঠাও ব্যবহারকারীরা রাইড এবং ফুডের ওপর সর্বমোট ১,৬০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি থাকছে ফ্রি ডেলিভারি, ৫০ হাজার টাকা মূল্যের গিফট জেতার সুযোগ সহ আও অনেক আকর্ষণীয় অফার। এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মে পর্যন্ত।

ক্যাম্পেইনে রয়েছে পাঠাও বাইকে ৩টি রাইডে মোট ৩০০ টাকা ছাড় (প্রতি রাইডে ১০০ টাকা করে), পাঠাও কারে ৩টি রাইডে মোট ৩০০ টাকা ছাড় (প্রতি রাইডে ১০০ টাকা করে) এবং পাঠাও ফুডে থাকছে পাঁচটি অর্ডারে সর্বমোট ১,০০০ টাকা পর্যন্ত ছাড়, প্রতি অর্ডারে ২০০ টাকা পর্যন্ত ছাড়। পাঠাও কার ইন্টারসিটি রাইডে রয়েছে ১,০০০ টাকা পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে প্রতিদিন নতুন অফার, সারপ্রাইজ ফ্ল্যাশ ডিল সহ আরও অনেক কিছু।

‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইনে পাঠাও অ্যাপে প্রতিটি লেনদেনে পাওয়া যাবে ডাবল পাঠাও পয়েন্টস, মানে প্রতিটি অর্ডার বা রাইডেই আপনার পয়েন্ট বাড়বে দ্বিগুণ। পাঠাও কুরিয়ার সার্ভিসেও থাকছে দারুণ অফার। ফ্রি ডেলিভারির পাশাপাশি পাঠাও বাইক, কার ও ফুড-এর কুপন, পার্টনার ব্র্যান্ডদের ছাড় এবং লাকি ইউজারদের জন্য রয়েছে মেগা ভাউচার ও স্পেশাল পুরস্কার।

পাঠাও শপে পাবেন Headgear-এর মতো দেশীয় পছন্দের ব্র্যান্ড থেকে পাঠাও-এর কোলাবেরশনে দেশি মার্চেন্ডাইজ। একটি বিশেষ আকর্ষণ হচ্ছে Big Box। এতে থাকবে একটি পাবলিক উইশবোর্ড যেখানে ব্যবহারকারীরা তাদের উইশগুলো লিখতে পারবেন। এই উইশবোর্ড থেকে নির্বাচিত ১০ জন লাকি ইউজারদের উইশ পূরণ করবে পাঠাও।

পাঠাও কারের ফ্ল্যাপে ও Big Box-এর পাশে থাকবে একটি QR কোড। স্ক্যান করলেই পাওয়া যাবে মজার মজার প্রশ্ন। সঠিক উত্তর দিলেই পাবেন পয়েন্ট, আর সেই পয়েন্ট দিয়ে জেতার সুযোগ থাকবে ৫০ হাজার টাকা মূল্যের উপহার!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *