অ্যাপস মোবাইল

পাঠাও নিয়ে এলো নতুন রাইড অপশন ‘পাঠাও সিএনজি’

ক.বি.ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় হোমগ্রোন সুপার অ্যাপ পাঠাও নিয়ে এলো নতুন রাইড অপশন পাঠাও সিএনজি। দৈনন্দিন যাতায়াতে সবার চাই আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী রাইড। আর এই প্রয়োজনীয়তা থেকেই পাঠাও নিয়ে এসেছে পাঠাও সিএনজি। এখন থেকে ইউজাররা পাঠাও রাইডে একসঙ্গে পাবেন বাইক, কার, ও পাঠাও সিএনজিও।

বাইক ও কার-এর মাঝামাঝি ভাড়ার এই রাইডটি ইউজারদের জন্য হবে সাশ্রয়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য আধুনিক যাতায়াত মাধ্যম। পাঠাও সিএনজি-তে চলছে এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফার। পাঠাও পে দিয়ে প্রথম ৩টি সিএনজি রাইডের পেমেন্ট করলেই পাবেন ১০ শথাংশ পর্যন্ত (প্রতি রাইডে ১০০ টাকা করে সর্বোচ্চ ৩০০ টাকা) ক্যাশব্যাক। এই অফারটি ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।

পাঠাও অ্যাপে আগের মতোই সহজে সিএনজি রিকোয়েস্ট করতে পারবেন। শুধু রাইড অপশন থেকে ‘CNG’ সিলেক্ট করে গন্তব্য দিন আর উপভোগ করুন একদম ঝামেলামুক্ত রাইড অভিজ্ঞতা। সঙ্গে থাকছে বিডিং মডেল সুবিধাও। আপনার সুবিধা বা প্রয়োজনমতো ভাড়া বিড করে সহজেই পৌঁছে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে।

আপনার প্রতিটি পাঠাও সিএনজি রাইডেই থাকছে পাঠাও সেফটি-এর নিশ্চয়তা, জরুরি অবস্থার জন্য আছে SOS বাটন, পরিবার বা বন্ধুর সঙ্গে প্রয়োজনে লাইভ রাইড লোকেশন শেয়ার, চালক ও যাত্রী উভয়ের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত সেফটি কভারেজ সুবিধা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *