পাঠাও-এর ১০ বছর উদযাপনে অফারের ছড়াছড়ি!

ক.বি.ডেস্ক: পাঠাও ১০ম বার্ষিকী উদযাপন করছে প্রযুক্তি ও কমিউনিটির সংযোগের মাধ্যমে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে ‘10 Years of Growing with You’ ক্যাম্পেইন। উদযাপনের অংশ হিসেবে পাঠাও চালু করেছে আইফোন ১৭ প্রো ম্যাক্স গিভঅ্যাওয়ে। প্রতিটি বাইক রাইড, কার রাইড, ইন্টারসিটি কার রাইড বা ফুড অর্ডার-এর মাধ্যমে ইউজাররা ১টি করে পয়েন্ট পাবেন, যা তাদের গ্র্যান্ড প্রাইজ জেতার সম্ভাবনা বাড়াবে। এ ছাড়া শুরু হয়েছে ট্রেজার হান্ট, যেখানে ওরাইমো থেকে আছে মোট ৫,০০,০০০ টাকার পুরস্কার জেতার সম্ভাবনা।
ব্যবহারকারিদের জন্য পাঠাও ৯ নভেম্বর পর্যন্ত নিয়ে এসেছে আকর্ষণীয় অফার- বাংলালিঙ্ক দিচ্ছে বিশেষ ডেটা প্যাক এবং অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য স্বাস্থ্যসেবায় ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। কোর্টসাইডে রয়েছে সকল কেনাকাটায় ১০ শতাংশ ইন-স্টোর ডিসকাউন্ট। মানা বে দিচ্ছে বিশেষ অফার একটি কিনলে একটি ফ্রি অফার। মোশন ভিউ দিচ্ছে সকল পণ্যে ১৫ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট।
শেয়ার ট্রিপে রয়েছে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিংয়ে ২,০০০ টাকা ছাড়। স্বপ্নতে রয়েছে অনলাইন কেনাকাটায় ১০ শতাংশ ছাড়। সুমাশ টেকে রয়েছে ১০ শতাংশ ছাড়। রবি এবং স্কিটো পাঠাও-এর “দশে ১০ Quiz” ইউজারদের জন্য আনন্দ ও পুরস্কার। পাবেন সর্বমোট ১ লক্ষ টাকা পর্যন্ত সমমূল্যের পুরস্কার।
এ ছাড়া Wish পাঠাও দেশের বিভিন্ন জায়গায় ১০টি ইউজার ও ১০টি পাঠাও হিরোর ইচ্ছা পূরণ করছে। উইশ পাঠানো যাবে সোশ্যাল মিডিয়া, কুরিয়ার হাব বা ইন-অ্যাপ কার্ডের মাধ্যমে। বিজয়ীদের নাম ঘোষণা হবে Wish Fulfillment Ceremony-তে। পাঠাও ইউজাররা উপভোগ করতে পারবেন বাইক, কার, ফুড ও ইন্টারসিটি রাইডে সর্বমোট ১,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, সঙ্গে পাঠাও পে-এর মাধ্যমে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।