পকেট-সাইজড জায়ান্ট ‘প্যাড এক্স৭’ নিয়ে এলো অনার

ক.বি.ডেস্ক: দেশের বাজারে ‘অনার প্যাড এক্স৭’ উন্মোচন করেছে অনার। কমপ্যাক্ট ট্যাবলেট সেগমেন্টে ব্যবহারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে এ ট্যাবলেট। পাওয়ার, পোর্টেবিলিটি ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে তৈরি ট্যাবলেটতি হতে চলছে পেশাজীবী, শিক্ষার্থী এবং বিনোদনপ্রেমী, সকলের জন্য নির্ভরযোগ্য সঙ্গী।
অনার প্যাড এক্স৭
ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ব্যবহার ও শক্তিশালী পারফরমেন্স। এর ৭০২০ মিলিআম্পিয়ার-আওয়ার ব্যাটারি টানা ৫৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের কারণে চার্জও হবে অনেক দ্রুত। ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধার ফলে এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। এতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৮.৭ ইঞ্চি ডিসপ্লে। চোখের চাপ কমাতে এবং আরামদায়ক ভিউয়িং অভিজ্ঞতা দিতে রয়েছে একাধিক বিল্ট-ইন ফিচার। এর ওজন মাত্র ৩৬৫ গ্রাম।
ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ৬ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮ কোর চিপসেট। আরও রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল ও কনটেন্ট তৈরিতে স্পষ্টতা ও নির্ভরযোগ্যতা প্রদান করে।
অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি আজ (১৪ আগস্ট) থেকে দেশের সকল অনার ব্র্যান্ড শপ এবং ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ও পিকাবু-তে পাওয়া যাবে। ট্যাবটির বাজারমূল্য ১২,৯৯৯ টাকা। প্রতিটি ট্যাবের সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় লেদার ব্যাক কভার।