সাম্প্রতিক সংবাদ

নেক্সট জেন রিয়েল এস্টেট সামিট: উদ্ভাবনী ভাবনায় তরুণদের উজ্জ্বল উপস্থিতি

ক.বি.ডেস্ক: রিয়েল এস্টেট খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর রিয়েল এস্টেট বিভাগের উদ্যোগে শুরু হলো দুই দিনব্যাপী (২৩-২৪ ফেব্রুয়ারি) “নেক্সট জেন রিয়েল এস্টেট সামিট ২০২৫”। এই সম্মেলনে রয়েছে ফরমাল সেশন, উদ্ভাবনী আইডিয়া উপস্থাপনা প্রতিযোগিতা, কালচারাল প্রোগ্রাম ও মেজবান আয়োজন।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) ডিআইইউ’র ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপায়ন সিটি সেন্টার উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রিহ্যাব’র পরিচালক মো. মোবারক হোসেন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের উপ মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার ড. মো. গোলাম মোস্তফা, প্রথম আলোর সহকারি মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি এবং রাজউকের উপ- শহর পরিকল্পনাবিদ সোহাগ কামরুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুম ইকবাল এবং রিয়েল এস্টেট বিভাগের প্রধান ড. আমির আহমেদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। রাজউক, বুয়েট, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, রিহ্যাব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

ফরমাল সেশনটিতে বিশেষজ্ঞ বক্তারা রিয়েল এস্টেট শিল্পের ভবিষ্যৎ উন্নয়ন এবং টেকসই আবাসন ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল রিয়েল এস্টেট ও আবাসন খাতে উদ্ভাবনী চিন্তাধারা, যা ভবিষ্যতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই প্রতিযোগিতয় বুয়েট, কুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চুয়েট এবং ডিআইইউ থেকে মোট ৮টি দল অংশ নেয়। প্রতিটি দলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য, সিভিল ইঞ্জিনিয়ারিং ও রিয়েল এস্টেট বিভাগের দুইজন করে সদস্য ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের গবেষণালব্ধ ধারণা, ডিজাইন ও পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের রিয়েল এস্টেট উন্নয়নের নকশা তুলে ধরেন।

প্রতিযোগিতায় বিজয়ী তিনটি দল নির্বাচিত হয়- প্রথম স্থান: বুয়েট – শাওন বেশরা ও দেবব্রত চক্রবর্তী (পুরস্কার: ১০,০০০ টাকা)। দ্বিতয় স্থান: কুয়েট – জহিরুল ইসলাম আলিফ ও তারেক মাহমুদ সাকিব (পুরস্কার: ৭,০০০ টাকা) এবং তৃতীয় স্থান: ডিআইইউ – মিরাজুল ইসলাম আলিফ ও তাসনুহা পারসা তনু (পুরস্কার: ৫,০০০ টাকা)।

নেক্সট জেন রিয়েল এস্টেট সামিট ২০২৫ কেবল একটি সম্মেলন নয়, এটি ভবিষ্যৎ নগর পরিকল্পনা ও রিয়েল এস্টেট খাতে প্রযুক্তির ভূমিকা নিয়ে ভাবনার এক উন্মুক্ত মঞ্চ। শিক্ষার্থীদের অংশগ্রহণ, গবেষণা ও উদ্ভাবনী উপস্থাপনা রিয়েল এস্টেট খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *