প্রযুক্রির পণ্য ল্যাপটপ

নতুন লেনোভো ল্যাপটপ ক্রয়ে থাকছে স্বপ্নো ভাউচার ফ্রি

ক.বি.ডেস্ক: বর্তমান সময়ে অনলাইন ক্লাস, ভার্চুয়াল মিটিং, প্রজেক্ট সাবমিশন কিংবা সাধারণ মাল্টিটাস্কিংয়ের জন্য একটি নির্ভরযোগ্য ল্যাপটপ প্রয়োজন। যা যেন ব্যয়বহুল না হয়, আবার মানের দিক থেকেও আপস না করে। এই বাস্তবতা বিবেচনায় রেখে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি লেনোভো ব্রান্ডের আধুনিক কনফিগারেশনের দুটি নতুন ল্যাপটপ বাজারে এনেছে। নতুন এই মডেলের ল্যাপটপ ক্রয়ে পাচ্ছেন ৫০০ টাকার স্বপ্ন ভাউচার ফ্রি।

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই (৮২ভি৭০০এল৬আইএন)
আজকের ব্যস্ত সময়ে সময় মানেই গতি। আর এই ল্যাপটপটি ঠিক সেই কাজেই দক্ষ। ৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেল সেলেরন এন৪০২০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি এসএসডি। সব মিলিয়ে এটি এমন একটি নির্ভরযোগ্য সঙ্গী, যা হালকা-পাতলা ডিজাইনের সঙ্গে স্মুথ পারফরম্যান্সও নিশ্চিত করে। ল্যাপটপটির মূল্য ৩৫,৫০০ টাকা।

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই (৮২এলএক্স০০এফইআইএন)
বড় স্টোরেজ, ভালো প্রসেসর আর বাজেটের মধ্যে সব সুবিধা একসঙ্গে চান, তাহলে এই মডেলটি হতে পারে সেরা পছন্দ। ইন্টেল সেলেরন এন৪৫০০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি যুক্ত এই ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লের ল্যাপটপটি শিক্ষার্থী, ঘরোয়া ব্যবহারকারী কিংবা দৈনন্দিন কাজের জন্য নিঃসন্দেহে একটি নিরাপদ এবং কার্যকরী বিনিয়োগ। ল্যাপটপটির মূল্য ৩৫,৫০০ টাকা।

বাজেটেই এখন ডলবি অডিওর সুবিধা- প্রতিটি শব্দ হবে ক্লিয়ার, প্রতিটি মুহূর্ত আরও প্রাণবন্ত। ৭২০পি এইচডি ক্যামেরা দিচ্ছে অনলাইন ক্লাস, মিটিং বা ভার্চুয়াল সেশনে শার্প ভিজ্যুয়াল। ঝামেলাবিহীন কানেক্টিভিটির জন্য থাকছে দ্রুতগতির ওয়াইফাই ও ব্লুটুথ। আস্থার সঙ্গে নিশ্চিন্তে ব্যবহার করুন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সঙ্গে। পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, সকল শাখা এবং অনুমোদিত ডিলার হাউজে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *