ধামাকা থেকে পছন্দের বাইক ক্রয় করলেন ক্রিকেটার মুস্তাফিজ
![](https://computerbichitra.com/wp-content/uploads/2021/06/01-77.jpg)
ক.বি.ডেস্ক: ঘরোয়া-আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও জনপ্রিয় বাঁ-হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। খেলার পাশাপাশি পছন্দের নানা বাইক রয়েছে মুস্তাফিজের সংগ্রহে। নিজের পছন্দের হোন্ডা রেপসল ২০২১ মডেলের বাইক ক্রয় করেছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় মুস্তাফিজ। নতুন এই মোটরবাইকটি তিনি ক্রয় করেছেন ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকম থেকে। সম্প্রতি বাইকটি মুস্তাফিজুর রহমানের হাতে হস্তান্তর করেন ধামাকা শপিংয়ের বিজনেস কো অরডিনেটর সৌরভ সাহা।
ই-কমার্স প্রতিষ্ঠান থেকে বাইক ক্রয়ের ব্যাপারে মুস্তাফিজ বলেন, অনেক দিন ধরেই হোন্ডা রেপসল ২০২১ বাইকটি কিনতে চাচ্ছিলাম, অফারে ধামাকা শপিং থেকে বাইকটি পেয়ে আমি আনন্দিত। বাইক ছাড়াও ধামাকা শপিং থেকে আমার বাসার জন্য একটি ৬৫ ইঞ্চি এলইডি টিভি অর্ডার করে ডেলিভারি পেয়েছি। সঠিক সময় পণ্য বুঝে পাওয়ায় ভবিষ্যতেও ধামাকা থেকে কেনাকাটা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন মুস্তাফিজ।