সাম্প্রতিক সংবাদ

দেশের সফটওয়্যার প্রকৌশলীদের জন্য ‘বি-টপসি প্রোগ্রাম’

ক.বি.ডেস্ক: দেশে আগামী প্রজন্মের উপযোগী সুদক্ষ সফটওয়্যার প্রকৌশলী তৈরিতে এবং সফটওয়্যার প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ‘বি-টপসি প্রোগ্রাম’ চালু করা হয়েছে। জাপানের মর্যাদাপূর্ণ ‘টপসি’ প্রশিক্ষণ কোর্সের আদলে তৈরি করা হচ্ছে বাংলাদেশে বি-টপসি (বাংলাদেশ টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার) প্রোগ্রাম। আইসিটি খাতে দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় সর্বাধুনিক সফটওয়্যার প্রকৌশলের ওপর প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে তাদের ‘সুপার আর্কিটেক্ট’ হিসেবে গড়ে তোলাই এই প্রোগ্রামের উদ্দেশ্য।

‘বি-টপসি প্রোগ্রাম’ এর মাধ্যমে মিড-ক্যারিয়ারে থাকা ১ হাজারেরও বেশি আইসিটি পেশাজীবী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিবেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরাই। বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (বেসিস) ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশীদারিত্বে প্রোগ্রামটি বাস্তবায়ন করবে জাইকা’র ‘প্রজেক্ট ফর আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রোমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বি-টপসি প্রোগ্রাম চালু করতে একযোগে কাজ শুরু করেছে আইসিটি বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে। জাপানের এনআইআই’র টপসি প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ড. হোনিদেন শিনিচি’র ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *