ড্যাফোডিল কমপিউটার্স লি. এর সঙ্গে আরটিএম আল-কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির চুক্তি
ক.বি.ডেস্ক: উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলদেশও চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় আরটিএম আল-কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটি তাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমটি ফুল ডিজিটালাইজেশন করার উদ্দ্যেগ নিয়েছে। এই ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমটি ফুল ডেভেলপমেন্ট ও ইমপ্লিমেন্টেশন করার জন্য আইটি পার্টনার হিসাবে থাকছে দেশের প্রথম পাবলিকলি লিস্টেড আইটি কোম্পানি ড্যাফোডিল কমপিউটার্স লিমিটেড। আইটি ও এডুকেশন নিয়ে দীর্ঘ ৩২ বছরের অভিজ্ঞতা রয়েছে এই সফটওয়্যার ও সলিউশন ভিত্তিক প্রতিষ্ঠানটির।
গতকাল শনিবার (১৮ জুন) ড্যাফোডিল ফ্যামিলির ৭১ মিলানায়তনে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরটিএম আল-কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির ম্যানেজিং ট্রাস্টি ও ফাউন্ডার ড. আহমেদ আল ওয়ালি এবং ড্যাফোডিল বমপিউটার্স লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী সমঝোতা চুক্তিটি সাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরটিএম আল-কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ফাউন্ডার ড. আহমেদ আল কবীর, ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নুরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা ইন্ডাস্ট্রির জন্য ড্যাফোডিল কমপিউটার্সের সফটওয়্যার সলিউশন স্মার্ট এডু ইআরপির মডিউল হলো- এআই ভিত্তিক স্টুডেন্ট ড্রপ আইউ রিপোর্ট, ই-লার্নিং, কোর্স, ক্লাস, রেজিস্ট্রেশন, টিউশন ফি, ওয়েভার, এক্সাম, লাইব্রেরী, টিচার/স্টুডেন্ট/এডমিন প্রোফাইল, একাউন্টস, এইচ আর ম্যনেজমেন্টসহ আরও অনেক সলিউশস। ইউনিভার্সিটি, স্কুল, কলেজসহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এই সফটওয়্যার সলিউশন ব্যবহার করে যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করতে পারবে।