ডিডিআই এক্সপো-২৬: শাওমি পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
ক.বি.ডেস্ক: প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন (ডিডিআই) এক্সপো ২০২৬’ এ শাওমি পণ্য কিনলেই থাকছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও নিশ্চিত উপহার। নিশ্চিত উপহার হিসেবে থাকছে জুসার থেকে শুরু করে হেডফোন, ইয়ারবাড, হুডি, মগ, ফ্লাস্ক, ও ব্র্যান্ডেড টিশার্ট। এ ছাড়া র্যাফেল ড্রর মাধ্যমে প্রতিদিন শাওমি ফ্যানরা জিতে নিতে পারেন শাওমির রেডমি নোট ১৫ স্মার্টফোনটি।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ডিডিআই এক্সপো-২৬’ প্রদর্শনীর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত এবং সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এবারের প্রদর্শনীতে স্মার্টফোন ব্র্যান্ড শাওমি তার অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন, প্যাড ছাড়াও স্মার্ট ওয়াচ, টিভি বক্স, পাওয়ারব্যাংক, স্পিকার, ইয়ারবাড, এয়ার ফ্রায়ার ও এয়ার পিউরিফায়ারের মতো আইওটি পণ্যগুলোর পসরা সাজিয়ে বসেছে। মেলা থেকে শাওমির যেকোন স্মার্টফোন, প্যাড এবং বিভিন্ন এআইওটি পণ্য কিনে গ্রাহকরা ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি নিশ্চিত ১০ হাজার টাকা মূল্যমানের উপহার পাচ্ছেন।
শাওমির প্যাভেলিয়নে উচ্চ কার্যক্ষমতার শাওমি এয়ার পিউরিফায়ার যুক্ত করা হয়েছে, যা দূষিত বাতাসকে সর্বোচ্চ ৯৯.৯৭ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ করতে সক্ষম। ফলে প্যাভেলিয়ন পরিদর্শনকারীরা পাচ্ছেন নির্মল ও বিশুদ্ধ বাতাস।





