‘ডিডিআই এক্সপো-২৬’- এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
ক.বি.ডেস্ক: আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত সর্ববৃহৎ আইসিটি পণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এ অনার বাংলাদেশ নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ উন্মোচন করেছে। ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস), আইসিটি বিভাগ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। ‘ডিডিআই এক্সপো-২৬’-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘ডিডিআই এক্সপো-২৬’-এ গোল্ড স্পনসর হিসেবে অংশগ্রহণ করছে অনার বাংলাদেশ। অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অনার দেশের বাজারে নতুন এআই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ তুলে ধরে।
ফোনটিতে রয়েছে এআইমেজ সহ উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে সিআইপিএ ৫.৫ রেটেড ইমেজ স্ট্যাবিলাইজেশন যা প্রযুক্তিখাতের অন্যতম উন্নত এআই টেলিফটো সিস্টেম হিসেবে বিবেচিত।
স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন এলিট জেন ৫ প্রসেসর। রয়েছে অনারের সিলিকন কার্বন ব্যাটারি ও এআই পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। দ্রুত চার্জিংয়ের জন্য এতে আছে ১০০ ওয়াট সুপারচার্জ ওয়্যার্ড এবং ৮০ ওয়াট এর ওয়্যারলেস চার্জিং সুবিধা।





