উদ্যোগ

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড: ৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা প্রদান

ক.বি.ডেস্ক: বাংলাদেশে ডিজিটাল প্রচারণা নিয়ে প্রচলিত একমাত্র সম্মাননা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’ ৮ম সংস্করণে এবার ৭৪টি ডিজিটাল প্রচারণাকে ২৪টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। ২৪টি পৃথক ক্যাটেগরিতে চারটি র‍্যাংকে চূড়ান্ত বিজয়ীরা পুরস্কৃত হন। এ বছর ৩টি গোল্ড, ২৪টি সিলভার এবং ৪৭টি ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।

গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার একটি স্থানীয় হোটেলে আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’ ৮ম সংস্করণে একটি গালা আয়োজনের মাধ্যমে বিজয়ী প্রচারণাগুলোকে পুরষ্কৃত করা হয়। এ সময় প্রায় ৫০০ জন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ এবং পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও এবং এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।

সাজিদ মাহবুব বলেন, “আমরা বর্তমানে একটি ডিজিটাল বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে মার্কেটিং শুধু গল্প বলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি তাৎক্ষণিক সম্পৃক্ততা, হাইপার-পার্সোনালাইজেশন এবং ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের ওপর ভিত্তি করে গড়ে ওঠেছে। এআই, অটোমেশন এবং অ্যানালিটিক্সের সংযোজন মূলত ব্র্যান্ডগুলোর সঙ্গে তাদের দর্শকদের সংযোগ স্থাপনের প্রক্রিয়াকে আমূল পরিবর্তন করেছে। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড কেবলমাত্র উৎকর্ষতার উদযাপন নয়; এটি আমাদের শিল্পের ক্রমাগত বিবর্তনের একটি প্রমাণ।”

আয়োজনটির পরিবেশনায় মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ। অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার টারকিশ এয়ারওয়েজ। হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। টেকনোলজি পার্টনার আমরা টেকনোলজিস লিমিটেড। পিআর পার্টনার ব্যাকপেজ পিআর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *