ডিজিটাল ব্যাঙ্কিং সার্ভিস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২২
ক.বি.ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘‘ডিজিটাল ব্যাঙ্কিং সার্ভিস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২২’’। আগামী মে মাসে ‘ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০৪১’ কে সামনে রেখে আকর্ষণীয় এই এক্সপোতে অংশগ্রহন করতে যাচ্ছে দেশের সকল ফিনটেক কোম্পানিসহ ব্যাংক, লিজিং, ফিনান্স, ইন্সুরেন্স, সফটওয়্যার, কন্ট্যাক্ট সেন্টার ও আউটসোর্স কোম্পানিগুলো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্ক) এবং ডিজিটাইকুন যৌথভাবে এই মেগা ইভেন্টটির আয়োজন করতে যাচ্ছে।
গতকাল বুধবার ( ২ মার্চ) রাজধানীর একটি স্থানীয় হোটেলে ডিজিটাল ব্যাঙ্কিং সার্ভিস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২২ আয়োজনের লক্ষে বাক্কো এবং ডিজিটাইকুন এর মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে সাক্ষর করেন বাক্কো’র সভাপতি ওয়াহিদ শরীফ ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং ডিজিটাইকুন’র বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নাবিলা করিম ও মার্কেটিং ডিরেক্টর তানভীর আহমেদ। এই স্বাক্ষরের মাধ্যমে মেগা ইভেন্টটির কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা হয়।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাক্কো’র সহ-সভাপতি তানভীর ইব্রাহিম, ইরা ইনফোটেকের এমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইউওয়াই সিস্টেমের সিইও ফারহানা এ রহমান এবং ক্রিয়েটিভ ডিরেক্টর এনভেলাপ আবদুর রব পাপপু।