ডিআইইউ’র ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ
ক.বি.ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফল- ২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দমুখর পরিবেশে সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেয়া শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে বিচরণ করে। তাদের উল্লাসে ড্যাফোডিল স্মার্ট সিটির গ্রীন ক্যাম্পাস যেন আলোড়িত হয় এক নতুন রঙে, নতুনত্বের স্বাদে। ‘
ওরিয়েন্টশন প্রোগ্রাম ফল-২০২৩ অনুষ্ঠানে নবীনরা নেচে গেয়ে আনন্দমুখর পরিবেশে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা করে। অনুষ্ঠানস্থলে বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাব তাদের নিজস্ব কর্মকান্ডের ডালি সাজিয়ে নবীন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে।
গত বুধবার (১২ জুলাই) ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শিক্ষার্থীদের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, ট্রেজারার মমিনুল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. ইসমাইল জবিউল্লাহ, একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল ও রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের বিভাগীয় প্রধানরা।
এবারের নবীন বরণ অনুষ্ঠানে প্রথমবারের মত “ডিআইইউ ব্লু অ্যাওয়ার্ড ২০২৩’’ প্রদান করা হয়। খেলাধূলা, লেখাপড়া ও মানবিক মূল্যবোধের বিচারে এবারের “ডিআইইউ ব্লু অ্যাওয়ার্ড ২০২৩’’ গৌরব অর্জন করেন কমপিউটার সায়েন্স এবং প্রকৗশল বিভাগের শিক্ষার্থী অনিক হাসান জয়। ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান অনিক হাসান জয়ের গায়ে এই অ্যাওয়ার্ড পরিয়ে দেন।