উদ্যোগ

ডিআইইউ’তে ‘আন্তর্জাতিক রোবোটেক অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

ক.বি.ডেস্ক: শুধু বিশ্ববিদ্যালয় নয়, বরং বিভিন্ন বিদ্যালয় ও কলেজের তরুণ শিক্ষার্থীরা অত্যাধুনিক রোবোটিক্স এবং নানান প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় তাদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তির প্রদর্শন করে ডিআইইউ’তে অনুষ্ঠিত ‘৪র্থ আন্তর্জাতিক রোবোটেক অলিম্পিয়াড ২০২৪’ এ। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দেশের তরুণ প্রযুক্তিপ্রেমীরা তাদের মেধা ও ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটায়।

আন্তর্জাতিক রোবোটেক অলিম্পিয়াড প্রতিযোগিতা ৬টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়- রোবো সকার, প্রকল্প প্রদর্শনী, লাইন ফলোয়িং রোবোট প্রতিযোগিতা, আইডিয়া উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা এবং ড্রোন চ্যালেঞ্জ। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কারিগরি কর্মশালা এবং প্রজেক্ট উপস্থাপনেরও ব্যবস্থা রাখা হয় এই আয়োজনে। পুরো প্রতিযোগিতায় সব বিজয়ীদের মাঝে ৩ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে ডিআইইউ’র সিএসই বিভাগ ও রোবোটেক ভ্যালির উদ্যোগে দেশের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৪টি দলের অংশগ্রহণে ‘৪র্থ আন্তর্জাতিক রোবোটেক অলিম্পিয়াড ২০২৪’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউ’র একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, পরিবেশবান্ধব সোনালী ব্যাগের আবিষ্কারক ড. মোবারক হোসেন খান, রোবোটেক ভ্যালি’র চেয়ারম্যান আহসান আকিব, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার বাবুল মিয়া, আইইইই কমপিউটার সোসাইটি বাংলাদেশ চাপ্টার-এর চেয়ার প্রফেসর ড. আহসান হাবিব তারেক, ডিআইইউ’র এসআইটি’র ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নুরি, সিএসই বিভাগের এসোসিয়েট হেড ড. এস এম আমিনুল হক।

ড. মোস্তফা কামাল বলেন, “দেশের এই তরুণ প্রজন্ম প্রযুক্তিগত দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাবে, যা আমাদেরকেও জাতিগতভাবে অগ্রগতি নিয়ে আসবে। আমাদের শিক্ষা কার্যক্রমে অবশ্যই তাদের মননশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষের বিষয়টি চিন্তা করতে। এই আয়োজনের মাধ্যমে দেশের ভবিষ্যত শিক্ষা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবে সবাই।”

আহসান আকিব বলেন, “অংশগ্রহণকারী এই তরুণরা বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাধানের পথে এগিয়ে যাবে, যা ভবিষ্যত বাংলাদেশের জন্য এক নতুন দ্বার উন্মোচন করবে। এ ধরনের উদ্যোগ দেশের শিক্ষা ও প্রযুক্তিগত দিকে আরও সম্প্রসারণ করার পাশাপাশি সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত করে তুলবে।”

প্রতিযোগিতার পৃষ্ঠপোষক কোডমার্শাল আইটি সিস্টেম লিমিটেড ও ওয়াটার এইড; টেকনিক্যাল পৃষ্ঠপোষক আইইইই কমপিউটার সোসাইটি এবং স্ট্র্যাটেজিক পার্টনার ড্যাফোডিল রোবোটিক্স।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *