ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পেলেন জুনাইদ আহমেদ পলক
ক.বি.ডেস্ক: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।
আজ বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দায়িত্ব দেয়া হয়েছে।
একইভাবে জুনাইদ আহমেদ পলক এখন থেকে আইসিটি প্রতিমন্ত্রীর পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী’র দায়িত্বও পালন করবেন।