সাম্প্রতিক সংবাদ

টেলিযোগাযোগ আইন ২০২৪ হবে সময়োপযোগী আইন: প্রতিমন্ত্রী পলক

ক.বি.ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০২৪ হবে সময়োপযোগী, উদার, নাগরিক কেন্দ্রীক, উদ্ভাবন, গবেষণা ও ব্যবসা বান্ধব। এই আইনটি আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে সরকার, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সাংবাদিকদের প্রতিনিধি সমন্বয়ে ৭ থেকে ৯ সদস্যের কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন। কমিটি ৭ দিনের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০২৪ এর প্রস্তাবিত খসড়াটি যাচাই বাছাই করে সুপারিশ তৈরি করবে। সে আলোকে প্রয়োজনে প্রস্তাবিত খসড়াটি পরিমার্জন করা হবে।

গতকাল বুধবার (৫ জুন) রাজধানীর বিসিসি’র মিলনায়তনে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব’র সহযোগিতায় এবং টেলিযোগাযোগ সাংবাদিকদের সংগঠন টিআরএনবি আয়োজিত ‘টেলিকম আইনের সংস্কার এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক।

গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, এমটব’র সভাপতি ইয়াসির আজমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী, আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক, মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া শহীদ, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক সাইমুম রেজা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান মো. আমিনুল হক এবং রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। সঞ্চালন করেন টিআরএনবি’র সভাপতি রাশেদ মেহেদী ও স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ অভাবনীয় সফলতা অর্জন করেছে। বাংলাদেশ প্রযুক্তি রপ্তানি আয় ২বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশে ১৩ লাখেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার এবং ১৯ কোটি মোবাইল সীম ব্যবহার হচ্ছে। প্রযুক্তি খাতে ২ মিলিয়নেরও বেশি কর্মসংস্থান হয়েছে। ভি-স্যাটের মাধ্যমে ইন্টারনেট যুগে প্রবেশ করে বাংলাদেশ। আজকের আলোচনায় অংশীজনদের কাছ থেকে প্রাপ্ত সুপারিশমালা আইনের খসড়াটি চূড়ান্ত করতে অবদান রাখবে। স্মার্ট বাংলাদেশের জন্য সর্বোপরি দেশ ও দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *