টেলিটকের ‘তারুণ্য’ ও ‘অদম্য’ বিশেষ ডেটা প্যাকেজ
ক.বি.ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ উপলক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড ‘তারুণ্য’ ও ‘অদম্য’ নামে দু’টি বিশেষ ডেটা প্যাকেজ চালু করেছে। ‘তারুণ্য’ প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডেটা, যার মেয়াদ ৩০ দিন। ‘অদম্য’ প্যাকেজে রয়েছে ২৮৩ টাকায় ৩০ জিবি ডেটা, যার মেয়াদ ৫০ দিন।
গত সোমবার (৩০ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ঢাকায় তাঁর বাসভবনে এই দুই বিশেষ প্যাকেজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ সচিব ড. মো. মুশফিকুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং টেলিটকের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হয়েছে গত ৩০ ডিসেম্বর। সাত দলের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা- ৪৬ ম্যাচের বিপিএল হবে চারটি পর্বে।