টিমগ্রুপের দাপট: পাঁচ পণ্য জিতল ‘তাইওয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
ক.বি.ডেস্ক: গ্লোবাল মেমোরি ও স্টোরেজ সলিউশন নির্মাতা প্রতিষ্ঠান টিমগ্রুপ এর পাঁচটি উদ্ভাবনী পণ্য অর্জন করেছে ‘২০২৬ তাইওয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’। প্রতিষ্ঠানটির টি-ফোর্স, টি-ক্রিয়েট এবং টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ডের নির্বাচিত পণ্যগুলো কঠিন প্রতিযোগিতা পেরিয়ে এ পুরস্কার অর্জন করে।
পুরস্কারপ্রাপ্ত পাঁচটি পণ্য হলো- টি-ফোর্স ডেল্টা আরজিবি ইকো ডিডিআর৫ ডেস্কটপ মেমোরি; টি-ক্রিয়েট এক্সপার্ট পি৩৪এফ ফাইন্ড মাই এক্সটার্নাল এসএসডি; টি-ক্রিয়েট এক্সপার্ট পি৩৫এস ডেস্ট্রোয়েড এক্সটার্নাল এসএসডি; টি-ক্রিয়েট সিনেমাপিআর পি৩৬ডি ডকিং এক্সটার্নাল এসএসডি এবং টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পি২৫০কিউ এম.২ এসএসডি। এর মাধ্যমে গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবনে টিমগ্রুপের দক্ষতা আরও একবার প্রমাণিত হলো।
তাইওয়ান এক্সিলেন্স তাইওয়ানের শিল্প অস্কার
১৯৯৩ সালে তাইওয়ানের অর্থনৈতিক মন্ত্রণালয় কর্তৃক চালু হওয়া তাইওয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ডস গবেষণা, ডিজাইন, গুণগত মান ও মার্কেটিংসহ বিভিন্ন মানদণ্ডে সেরা উদ্ভাবনী পণ্যকে সম্মানিত করে। শুধুমাত্র মেড ইন তাইওয়ান ও শিল্পমান পূরণকারী উচ্চমানের পণ্যই এ পুরস্কার পায়।
ইকো-ফ্রেন্ডলি আরজিবি মেমোরিতে পুরস্কার পেল টি-ফোর্স
এটি শিল্পের প্রথম আরজিবি মেমোরি যেখানে ব্যবহৃত হয়েছে- ১০০ শতাংশ পোস্ট- কনজ্যুমার রিসাইকেলড প্লাস্টিক, ৮০ শতাংশ রিসাইকেলড অ্যালুমিনিয়াম। এর ফলে উৎপাদনে প্রায় ৭৩ শতাংশ কার্বন নিঃসরণ কমেছে, যা পরিবেশবান্ধব প্রযুক্তিতে টিমগ্রুপের প্রতিশ্রুতি তুলে ধরে। গেমিং ব্র্যান্ড টি-ফোর্স ডেল্টা আরজিবি ইকো ডিডিআর৫ ডেস্কটপ মেমোরি শুধু তাইওয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ডই নয়, ২০২৫ সালে বেস্ট চয়েজ অ্যাওয়ার্ড (সাসটেইনঅ্যাবল টেক) পুরস্কারও জিতেছে।
টি-ক্রিয়েট ব্র্যান্ডের তিনটি পণ্য পুরস্কার জিতল
১) টি-ক্রিয়েট এক্সপার্ট পি৩৪এফ ফাইন্ড মাই এক্সটার্নাল এসএসডি
বিশ্বের প্রথম স্টোরেজ ডিভাইস যা অ্যাপলের ফাইন্ড মাই ট্র্যাকিং সাপোর্ট করে। এতে বিল্ট-ইন স্পিকার ও পেটেন্টকৃত লোকেশন-ট্র্যাকিং প্রযুক্তি রয়েছে। এটি ২০২৫ জাপান গুড ডিজাইন অ্যাওয়ার্ডও অর্জন করেছে।
২) টি-ক্রিয়েট এক্সপার্ট পি৩৫এস ডেস্ট্রোয়েড এক্সটার্নাল এসএসডি
অতিমাত্রায় সুরক্ষিত তথ্য নিয়ে কাজ করা পেশাদারদের জন্য এটি এক নতুন নিরাপত্তা সমাধান। এতে রয়েছে ডুয়াল-মোড ডেটা ডেস্ট্রাকশন, পাওয়ার-অফ কন্টিনিউশন, পেটেন্টকৃত চিপ-ডেস্ট্রাকশন সার্কিট। এটি প্রচলিত এনক্রিপশন বা ফরম্যাটিংয়ের বাইরে সম্পূর্ণ ভিন্ন ধরনের নিরাপত্তা নিশ্চিত করে।
৩) টি-ক্রিয়েট সিনেমাপিআর পি৩৬ডি ডকিং এক্সটার্নাল এসএসডি
স্বল্পদৈর্ঘ্য ভিডিও নির্মাতাদের জন্য অল-ইন-ওয়ান সমাধান। ইউএসবি-সি ইন্টারফেসের মাধ্যমে মাইক্রোফোন, চার্জিং, ফিল-লাইটসহ বিভিন্ন ডিভাইস ব্যবহার করা যায়। ক্যাবল ম্যানেজমেন্ট ও কোল্ড-শু এক্সপ্যানশনের মতো সুবিধা এটিকে আরও ব্যবহারবান্ধব করে।
ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিতে স্বীকৃতি পেল টিমগ্রুপ পি২৫০কিউ এসএসডি
ডিফেন্স, ফিন্যান্স, ইন্ডাস্ট্রি ও এআই-এজ কম্পিউটিংয়ের মতো উচ্চ নিরাপত্তা নির্ভর খাতের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে পেটেন্টকৃত ডুয়াল-মোড ডেটা ডেস্ট্রাকশন, পাওয়ার-অফ কন্টিনিউশন, মডিউলার কী এক্সটেনশন সাপোর্ট। ২০২৫ বেস্ট চয়েজ অ্যাওয়ার্ড এর সাইবার সিকিউরিটি বিভাগেও এটি পুরস্কার পেয়েছে।





