উদ্যোগ

টিকটক ও জাগো ফাউন্ডেশনের ‘সাবধানে অনলাইন-এ’ কার্যক্রম

ক.বি.ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে তরুণদের সচেতন করছে জাগো ফাউন্ডেশন ও টিকটক। টিকটক সম্প্রতি জাগো ফাউন্ডেশনের সঙ্গে তাদের যৌথ উদ্যোগ, ‘‘সাবধানে অনলাইন-এ’’ এর কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা করে। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট (ইয়েস) ২০২৪’ শীর্ষক সামিটে এই ঘোষণাটি দেয়া হয়। অনলাইন নিরাপত্তা এবং দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যমের ব্যবহার সম্পর্কে বাংলাদেশের তরুণদের শিক্ষা দেয়ার লক্ষ্যে এই উদ্যোগটি শুরু হয়।

এবারের ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিটের মুল আকর্ষণগুলোর একটি ছিল টিকটক এবং জাগো ফাউন্ডেশন দ্বারা যৌথভাবে সাজানো ‘ইয়েস টু সাবধানে অনলাইনে’ শীর্ষক ট্রেনিং সেশন। “নিরাপদ ইন্টারনেট দিবসকে” সামনে রেখে আয়োজিত এই সেশনের লক্ষ্য ছিল অংশগ্রহনমুলক কার্যক্রম এবং আলোচনার মাধ্যমে ইন্টারনেট নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে যুবকদের শিক্ষিত করে তোলা।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জাগো ফাউন্ডেশনের সেচ্ছাসেবক যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ৫০০ জন যুব নেতা এই সেশনে অংশগ্রহন করে। একজন বিশেষজ্ঞের প্রশিক্ষকের নেতৃত্বে সেশনটি নিরাপদ ইন্টারনেট অনুশীলন এবং টিকটকের সেফটি টুলগুলোর ব্যবহারসহ ডিজিটাল সুরক্ষার বিভিন্ন দিকগুলো বর্ণনা করা হয়। বিশেষজ্ঞ প্রশিক্ষকের সঙ্গে মঞ্চে একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যোগদান করেছিলেন।

সেশনটির মাধ্যমে এই দুইজন বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে অংশগ্রহণকারীদের অনলাইনের নিরাপদ অভিজ্ঞতার বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। এ ছাড়াও, সামিটে অংশগ্রহণকারীদের জন্য একটি ভিডিও কন্টেন্ট তৈরির প্রতিযোগিতা ঘোষণা করা হয়। সেরা ৩ জন কন্টেন্ট নির্মাতাকে অধিবেশন চলাকালীন বিজয়ী ঘোষণা এবং পুরস্কৃত করা হয়েছে।

গত দুই বছর ধরে, টিকটক এবং জাগো ফাউন্ডেশন যৌথভাবে “সাবধানে অনলাইনে” নামক একটি প্রচারাভিযান পরিচালিত করে আসছে, যার লক্ষ্য বাংলাদেশের যুবকদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে শিক্ষিত করা। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর যুব সম্প্রদায়ের ক্রমবর্ধমান নির্ভরতা মধ্যে কন্টেন্ট তৈরির ইতিবাচক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য যুবকদের শিক্ষিত করে তোলাও এর উদ্দেশ্য ছিল।

টিকটক এবং জাগো ফাউন্ডেশনের প্রতিনিধিরা “ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট (ইয়েস) ২০২৪”-এর এই বিশেষ সেশন “ইয়েস টু সাবধানে অনলাইন”-এর মঞ্চের মাধ্যমে তাদের অংশীদারিত্বের সম্প্রসারণ ঘোষণা করেন। এই ক্যাম্পেইন থেকে তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য এবং ইন্টারনেট নিরাপত্তা এবং দায়িত্বশীল সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রচারের জন্য তারা যেই উদ্যোগগুলি আগামীতে নিতে যাচ্ছেন তা প্রকাশ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *