টিএলসি উন্মোচন করল ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন
ক.বি.ডেস্ক: চীনা ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান টিসিএল বিশ্বের প্রথম ৭ দশমিক ৮৫ ইঞ্চির ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। এটি ফোল্ডেবল স্ক্রিন প্রযুক্তির বিকাশে ব্যবহারকারীদের ফোল্ডেবল স্মার্টফোনের সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা প্রদান করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান জোসেতে সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লে প্রদর্শনীতে ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করে।
টিসিএল’র ফ্রি-টাইপ নামের এ ট্রাই-ফোল্ডেবল ডিস্পেলের ডিভাইসটি জি-আকৃতি ও জেড-আকৃতি উভয়ভাবে ব্যবহার করা যাবে। স্ক্রিনটিকে ভাঁজ খুলে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে যা ডিভাইসটির বহুমুখী ব্যবহার বাড়াতে সাহায্য করবে। ট্রাই-ফোল্ডেবল স্ক্রিনটিতে ট্যান্ডেম, এলটিপিও ও পিএলপির মতো বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার করেছে যা হাই ব্রাইটনেসসহ দীর্ঘমেয়াদি ব্যাটারি দিতে সক্ষম।
ডিসপ্লেটির পুরুত্ব ৪৭২ মাইক্রন, যা দশমিক ৫ মিলিমিটারের কম। ডিসপ্লেসহ ডিভাইসটি ১৭ মিলিমিটার পুরু তাই এটি ব্যবহারকারীদের জন্য বহন করাও সহজ হবে। টিসিএল’র এলটিপিও প্রযুক্তির ডিসপ্লেটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ে আরও উন্নত অভিজ্ঞতা দেবে
প্রদর্শনীতে টিসিএল হুয়াক্সিং ৭ দশমিক ৮৫ ইঞ্চির আন্ডার-স্ক্রিন ফেস অথেনটিকেশন ফেক্সিবল ডিসপ্লে প্রযুক্তিও দেখানো হয়েছে। এতে সুরক্ষিত বায়োমেট্রিক অথেনটিকেশনের একটি সেন্সর আন্ডার প্যানেল (এসইউপি) ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা থ্রিডি ফেস রিকগনিশন সিস্টেম সমর্থন করে।