জিপি শিল্ডের মাধ্যমে সাইবার নিরাপত্তা জোরদার করলো নাভানা ফার্মাসিউটিক্যালস

ক.বি.ডেস্ক: গ্রামীণফোনের অত্যাধুনিক ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশন ‘জিপি শিল্ড’-এর মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যালের কর্মীদের সার্বিক ডিজিটাল নিরাপত্তা শক্তিশালী করা হবে। প্রতিষ্ঠানটি তাদের সকল কর্মীর জন্য ব্যবহার করছে জিপি শিল্ড, যাতে নিরাপদ ইন্টারনেটের পাশাপাশি ফিশিং, ম্যালওয়্যার ও র্যানসমওয়্যারের আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত হয়। এই প্রক্রিয়ায় ডিএনএস লেয়ারেই সাইবার ঝুঁকি প্রতিরোধ করা হয়; ফলে নিরাপদে ও নির্বিঘ্নে অনলাইন অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন ব্যবহারকারীরা।
এ লক্ষে সম্প্রতি দেশের টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির সঙ্গে একটি কর্পোরেট পার্টনারশিপ স্থাপন করেছে। গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ড. সাঈদ আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, হেড অব লার্জ অ্যাকাউন্টস এম শাওন আজাদ, হেড অব প্রাইম অ্যাকাউন্টস-১ নাবিলা এনায়েত প্রভা, হেড অব এইচআর স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টনারিং- বিজনেস, আইটি ও টেক সৈয়দ মাসুদ মাহমুদ, প্রোডাক্ট ম্যানেজার অদিতি সেন, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ জুলকার নাঈন এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন আতীক দেওয়ান হক ও হেড অব আইটি মলয় কুমার দে সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. আসিফ নাইমুর রশীদ বলেন, “জিপি শিল্ডকে আমাদের এন্টারপ্রাইজ পোর্টফোলিওতে যুক্ত করার মাধ্যমে আমরা নাভানাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে ক্রমবর্ধমান সাইবার হুমকির বিরুদ্ধে প্রস্তুত হতে এবং ডিজিটাল নিরাপত্তার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করতে চাই। ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন সবসময় নিরাপদে ও আত্মবিশ্বাসের সাথে ব্যবসা পরিচালনা করতে পারে এজন্য সংকল্পবদ্ধ গ্রামীণফোন।”
ড. সাঈদ আহমেদ বলেন, “বর্তমান ডিজিটাল পরিমণ্ডলে আমাদের কর্মী ও ডেটার জন্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে একটি। আমাদের ডিজিটাল ইকোসিস্টেমের সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জিপি শিল্ড।”