মোবাইল স্মার্টফোন

জিটি ৩০ ৫জি উন্মোচন করল ইনফিনিক্স

ক.বি.ডেস্ক: ইনফিনিক্স বাংলাদেশে উন্মোচন করেছে নতুন মডেল জিটি ৩০। নতুন এই ফোনটি মূলত পারফরম্যান্স-ভিত্তিক ব্যবহারকারী এবং মোবাইল গেমারদের জন্য তৈরি করা হয়েছে। ফোনটিতে শক্তিশালী প্রসেসর, ভালো ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দেয়া হয়েছে। প্রিমিয়াম মডেল জিটি ৩০ প্রোর উন্নত প্রযুক্তির ওপর তৈরি জিটি ৩০, টুর্নামেন্ট-সাপোর্টেড গেমিং অভিজ্ঞতা দেয়, সঙ্গে থাকছে সবাই ব্যবহার করতে পারার সুবিধা।

ইনফিনিক্স জিটি ৩০ এ রয়েছে ডুয়াল ক্যাপাসিটিভ শোল্ডার ট্রিগার। ট্রিগারগুলো গেমারদের জনপ্রিয় ইস্পোর্টস গেমে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক সুবিধা দেয়। রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ৫জি চিপসেট, এআই ফ্রেম রিসকিউ প্রযুক্তি এবং ৩ডিভিসিসি কুলিং সিস্টেম, ১.৫কে এ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা দেয়।

ইনফিনিক্স জিটি ৩০ কে তুলে ধরেছে “সেগমেন্টের সেরা কম্বো” হিসেবে। ট্রিগার, ডাইমেনসিটি ৭৪০০ ৫জি প্রসেসর এবং ১.৫কে এ্যামোলেড ডিসপ্লের সমন্বয়ে ফোনটি মিড-রেঞ্জ স্মার্টফোন ক্যাটাগরিতে নতুন মান তৈরি করছে এবং গেমিং-ভিত্তিক ডিভাইসের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

জিটি ৩০ সিরিজে ইনফিনিক্সের এআই স্যুটও রয়েছে। এতে ২৫টির বেশি এআই-চালিত ফিচার আছে, যা শেখা, কাজের দক্ষতা, সৃজনশীলতা এবং যোগাযোগ বাড়াতে সাহায্য করে। এর ফলে ফোনটি শুধু গেমিং-এ নয়, দৈনন্দিন ব্যবহারের জন্যও সমানভাবে উপযোগী।.

জিটি ৩০ পাওয়া যাচ্ছে চারটি রঙে- শ্যাডো অ্যাশ, ব্লেড হোয়াইট, সাইবার ব্লু এবং পালস গ্রিন। এর মধ্যে প্রথম দুটি মূল রঙের ভেরিয়েন্ট। মূল্য ৩০,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *