জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস’র দোয়া মাহফিল
ক.বি.ডেস্ক: স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং তাঁর পরিবারের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে সব শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়। বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে বিসিএস কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি করোনাকালীন সময়ে যেসব বিসিএস সদস্যরা ইন্তেকাল করেছেন এবং যারা অসুস্থ রয়েছেন তাদের জন্যও বিশেষ দোয়া করা হয়। আজ (রবিবার) বাদ যোহর এই দোয়া মাহফিল হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএসের দোয়া মাহফিল পরিচালনা করেন বিসিএস সদস্য প্রতিষ্ঠান ম্যাক সিস্টেম সলিউশনের প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন। এসময় বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়া, পরিচালকদ্বয় মোশারফ হোসেন সুমন এবং মো. রাশেদ আলী ভূঁইয়াসহ বিসিএসের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।