ছোটদের বিশ্বমঞ্চে বাংলাদেশ
ক.বি.ডেস্ক: রাশিয়ার সমুদ্রতীরবর্তী শহর সোচিতে অবস্থান করছে দশ সদস্যের বাংলাদেশ দল। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এ শহরে তাঁরা অংশ নিচ্ছে ২২তম ‘আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড’ (আইজেএসও ২০২৫)-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে। বাংলাদেশ ছাড়াও এবারের আয়োজনে বিশ্বের ২৪টি দেশ অংশগ্রহণ করছে। বিশ্বব্যপী অনুর্ধ ১৬ বছর বয়সীদের জন্য বিজ্ঞানের সবচেয়ে মর্যাদাপূর্ন এই প্রতিযোগিতায় ৬ জন শিক্ষার্থী, ৩ জন দলনেতা এবং ১ জন অবজার্ভার দেশের প্রতিনিধিত্ব করছে।
আইজেএসও ২০২৫-এর উদ্বোধন করেন রাশিয়ার রাশিয়ান ফেডারেশনের শিক্ষা মন্ত্রী সের্গেই ক্রাভতসোভ এবং আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সভাপতি ড. এমিয়েল ডি ক্লাইন। এ সময় উপস্থিত ছিলেন এর শুভেচ্ছা বক্তব্য দিয়ে কিশোরদের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন সিরিয়াস ফেডারেল টেরিটরি-এর কাউন্সিল চেয়ারম্যান এবং ট্যালেন্ট অ্যান্ড সাকসেস এডুকেশনাল ফাউন্ডেশনের প্রধান এলেনা স্মেলেভা।
বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)-এর স্কুল, আঞ্চলিক এবং জাতীয় স্তরের প্রতিযোগিতা শেষে দেশের সেরা ৬ জন শিক্ষার্থীর একজন হবার সুযোগ পায়। এই পুরো কর্মযজ্ঞ বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি গত এক যুগ ধরে সাফল্যের সঙ্গে পালন করে চলেছে।
দলনেতারা জানিয়েছেন, আমাদের শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী এবং দেশের লাল-সবুজ পতাকা আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার সঙ্গে তুলে ধরার জন্য তারা প্রস্তুত। ব্যাবহারিক পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের পরীক্ষামূলক পর্ব, একদিন বিরতি দিয়ে হবে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান তাত্ত্বিক পরীক্ষা। সবশেষে প্রতিযোগিতার শেষ দিনে ঘোষণা করা হবে এবারের ফলাফল।





